

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-তিন পার্বত্য জেলার ভূমির মূল্য নির্ধারণসহ ভূমি নিয়ে বিদ্যমান সংকট নিরসনের দাবী জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি।পার্বত্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি গতকাল মঙ্গলবার দুপুরে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের সাথে ভূমি মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাক্ষাত করেন।এসময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি সরকারী কাজে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে সমতলের মতো পাহাড়ের ভূমির মূল্য নির্ধারণে ভূমি মন্ত্রীকে দাবী জানান।আরো জানা গেছে,পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে ভূমি মন্ত্রীকে অবহিত করেন।এসময় ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বিভিন্ন বিষয়ে যথাযথ উদ্দ্যেগ গ্রহন করা হবে বলে আশ্বাস প্রদান করেন।(((পাহাড়বার্তা.কম)))