

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।আজ বুধবার সকালে বান্দরবান রাজার মাঠে জেলা টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্টিত হয়।জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।এসময় অন্যান্যদের মধ্যে উদ্বোধনী খেলায় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো:কামরুজ্জামান,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দীপ্তি কুমার বড়ুয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।এসময় উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে থানছি কিমং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আলীকদম হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে।অপরদিকে বঙ্গবন্ধু বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে লামা ডলুছড়ি প্রাথমিক বিদ্যালয় রোয়াংছড়ি ছাইঙ্গ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে।১৯ অক্টোবর বিকেলে এই টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হবে।