এই মাত্র পাওয়া :

বান্দরবানে টাইগার পাড়া অষ্ট বিংশতি বৌদ্ধ মন্দির ও রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্টিত


প্রকাশের সময় :২২ অক্টোবর, ২০১৭ ১:৪৯ : পূর্বাহ্ণ 951 Views

মোহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:-
বান্দরবানে টাইগারপাড়া অষ্ট বিংশতি বৌদ্ধ মন্দির ও রতœপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে মহাউত্তম ভুভ কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত মহতী পূণ্যময় অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন চট্টগ্রাম পটিয়ার কর্ত্তলা ভিক্ষু সংসদের সভাপতি প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের।মহতী পূণ্যময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত হয়ে উক্ত অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেন এবং কঠিন চীবর দান সম্পর্কে বিভিন্ন ধর্মীয় তথ্য তুলে ধরেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ও চান্দগাঁও শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধক্ষ সর্দ্ধমদেশক কোবিদ,ধর্মদূত ভদন্ত এস লোকজিৎ থের এম,এ।উক্ত পূর্ণময় অনুষ্ঠানে কঠিন চীবর দান উদ্যাপন পরিষদের পক্ষ থেকে বান্দরবান জেলার দুই জন কে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা স্বারক প্রদান করা হয়,বান্দরবান পৌরসভার দুই দুই বারের প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় প্যানেল মেয়র দিলীপ কুমার বড়–য়াকে সম্মাননা স্বারক প্রদান করা হয় এবং বৌদ্ধ মন্দির ও রতœপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সেক্রেটারী সুগত প্রিয় বড়–য়াকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সম্পাদকীয় বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা,পানীয় জলের সমস্যা সমাধানের জন্য সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন,অনুষ্টানে সর্ব কাজে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উৎযাপন পরিষদের সবাপতি অরবিন্দু বড়–য়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন প্রিয় রঞ্জন বড়–ূয়া।পূর্ণময় মহতী অনুষ্টানে উদ্বোধনী ধর্মীয় সংগীত পাঠ করেন প্রকাশ বড়–য়া ও তার দল।উক্ত মহতী পূর্ণময় অুনষ্ঠানে পূজনীয় ভিক্ষু সংসরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।পরে প্রধান অতিথি জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক টাইগারপাড়া অষ্ট বিংশতি বৌদ্ধ মন্দির ও রতœপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রের পানীয় জলের সমস্যা সহ অন্যান্য সমস্যা গুলো পর্যাক্রমে সমাধান করার আশ্বাস প্রদান করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর