বন্যা দুর্গতদের পাশে দাড়ালো বান্দরবান সেনা রিজিয়ন


বান্দরবান অফিস প্রকাশের সময় :১০ জুলাই, ২০১৯ ৬:৫৬ : অপরাহ্ণ 675 Views

বান্দরবানে বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছে বান্দরবান সেনা রিজিয়ন।গত শনিবার (৬ জুলাই) থেকে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশংকায় পাহাড়ের পাদদেশে বসবাসরত পৌরবাসীকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে প্রশাসন।এছাড়াও বান্দরবান পৌর শহরের বেশকিছু এলাকায় বসবাসরত ঘর বাড়ি তলিয়ে যায়।এসব কারণে জনসাধারণকে দুর্ভোগে পরতে হয়েছে।এমন বাস্তবতায় আশ্রয় কেন্দ্রে গুলোতে আশ্রয় নেয়া সাধারণ জনসাধারণের পাশে দাড়িয়েছে বান্দরবান সেনা রিজিয়ন তথা ৬৯ পদাতিক ব্রিগেড।গতকাল মঙ্গলবার (৯ জুলাই) রাতে বান্দরবান পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাফেজঘোনা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন ৬৯ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো.শাহিদুল এমরান এএফডব্লিউসি,পিএসসি।পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন বান্দরবান এর জেলা প্রশাসক দাউদুল ইসলাম,বান্দরবানের সদর জোন কমান্ডার লেঃ কর্নেল আখতার-উস-সামাদ (রাফি) পিএসপি, পিএসসি,বান্দরবান পৌরসভার মেয়র মোঃইসলাম বেবী,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃশামীম হোসেন প্রমুখ।৬৯ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো.শাহিদুল এমরান এএফডব্লিউসি,পিএসসি এসময় আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের মাঝে জরুরী ওষুধ ও খাবার বিতরণ করেন।এছাড়াও তিনি আশ্রয় কেন্দ্রে অস্থায়ীভাবে বসবাসরত ৫০ টি পরিবারকে নগদ ১ হাজার টাকা করে সর্বমোট ৫০ হাজার টাকার অর্থ সহায়তা বিপন্ন পরিবারগুলোর হাতে তুলে দেন।আশ্রয় কেন্দ্র পরিদর্শন কালে তিনি আশ্রিত জনসাধারণের খোঁজ খবর নেন এবং বান্দরবান ব্রিগেডের পক্ষ থেকে এই ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।পাশাপাশি তিনি,ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করে সবাইকে জীবন রক্ষার্থে আশ্রয় কেন্দ্র গুলোতে অবস্থান করার অনুরোধ করেন।এদিকে গতকাল মঙ্গলবারের ন্যায় আজ ১০ জুলাই বুধবারও দুপুর সাড়ে বারোটায় বান্দরবান ব্রিগেড এর পক্ষ থেকে বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ডের ওয়ার্ল্ড ভিশন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া জনসাধারণকে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।এসময় শতাধিক আশ্রিত জনসাধারণের হাতে খাবারের প্যাকেট তুলে দেন ৬৯ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো.শাহিদুল এমরান এএফডব্লিউসি,পিএসসি।এসময় বান্দরবান সদরের জোন কমান্ডার আখতার-উস-সামাদ (রাফি) পিএসপি,পিএসসি, বান্দরবান ব্রিগেড এর জি-টু মেজর ইফতেখার হোসেন পিএসসি,পৌর মেয়র মোঃইসলাম বেবী উপস্থিত ছিলেন।এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো:আবুল কালাম,মহিলা কাউন্সিলর রাহিমা বেগম,মহিলা কাউন্সিলর সালেহা বেগম প্রমুখ।উল্লেখ্য এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত গত ৫ দিনের টানা বৃষ্টিতে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে অন্তত ২ শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!