

বান্দরবান অফিসঃ-বান্দরবানে শুরু হয়েছে প্রাইম ব্যাংক ইয়ং টাইগারস জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা।বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধনী ও প্রথম দিনের খেলা অনুষ্টিত হয়।জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দিপ্তী কুমার বড়–য়ার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দিলীপ কুমার বণিক।এসময়, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,জেলা ক্রীড়া সস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মজিবুর রশীদ,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বান্দরবান জেলা কোচ রাহুল বিশ্বাস,ধারাভাষ্যকার মাহাফুজুর রশীদ বাচ্চুসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বান্দরবান জেলার কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী খেলায় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাথে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলা অনুষ্টিত হয় । টুর্ণামেন্টে জেলার ৮ টি বিদ্যালয়ের ক্রিকেট দল অংশ নেয়।আগামী ২২তারিখ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।