এই মাত্র পাওয়া :

শিরোনাম: নানা কর্মসুচীর মধ্য দিয়ে বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত স্কুলছাত্রীকে ধর্ষণঃ পুলিশের জালে ধর্ষক রাসেল বড়ুয়া বান্দরবানে নীরব দুর্ভিক্ষ চলছেঃ কাজী মো.মজিবর রহমান বান্দরবানে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা বান্দরবানে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত শান্তি,সম্প্রীতি সর্বোপরি ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠুক বান্দরবানঃ লে.কর্নেল হুমায়ুন রশীদ,পিএসসি বান্দরবানের কালাঘাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানঃ পাহাড় কাটার দায়ে জরিমানা বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস-২৫ উদযাপিত

পর্যটকদের উৎসাহ দিতে ষষ্ঠ এশিয়ান ট্যুরিজম ফেয়ারে প্রচারণা চালাচ্ছে বান্দরবান জেলা প্রশাসন


প্রকাশের সময় :২৯ সেপ্টেম্বর, ২০১৭ ৭:০৬ : পূর্বাহ্ণ 1654 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পাহাড় নদী আর মেঘের ভেলায় ভেসে ভেসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগের পীঠস্থান পার্বত্য জেলা বান্দরবান।প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ জেলায় ভ্রমণে দেশি-বিদেশি পর্যটকদের উৎসাহ দিতে ষষ্ঠ এশিয়ান ট্যুরিজম ফেয়ারে প্রচারণা চালাচ্ছে বান্দরবান জেলা প্রশাসন।বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে রাজধানীর বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে আয়োজিত ৩ দিনব্যাপী মেলায় বান্দরবান ভ্রমণের খুটিনাটি তুলে ধরা হচ্ছে।আগামী শনিবার পর্যন্ত চলবে এ পর্যটন মেলা।মেলার ৩০ নম্বর স্টলে ভ্রমণপিপাসুদের জানিয়ে দেওয়া হচ্ছে শৈলপ্রপাত, মেঘলা,নীলাচল আর নানা নানা জাতির পাহাড়ি জেলা বান্দরবান ভ্রমণের নানাবিধ তথ্য।পর্যটন মেলায় অংশ নেওয়া বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো.মাকসুদ চৌধুরী বাংলানিউজকে বলেন,আমরা বান্দরবানের সৌন্দর্য তুলে ধরতে মেলায় অংশ নিয়েছি। বান্দরবান হলো এমন একটি জেলা যেখানে একেক ঋতুতে একেক রূপ পাওয়া যায়।‘বর্ষায় এক রকম, গ্রীষ্মে অন্য রকম, শীতে আরেক রকম।বিভিন্ন ঋতুতে রূপময় ধারণ করা নানা নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর বসবাসের এই জেলা।তিনি বলেন,অনেকে মনে করেন এখানে দেখার মতো শুধু নীলাচল ও নীলগিরি আছে।কিন্ত তা নয়,এখানে ঘুরে দেখার মতো অসংখ্য স্থান।তা অনেকেই জানেন না। তাই মানুষকে এসব পর্যটন সমৃদ্ধ জায়গাগুলোকে মানুষকে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজনে অংশ নিয়েছি।‘এখানে কেওকারাডং পাহাড়,জাঁদিপাই ঝরনা,জীবন নগর,তিন্দুর বড়পাথর,মিরিঞ্জা,আলীর গুহা,উপবন লেক, মেঘলা,নীলাচল,জলপ্রপাত,চিম্বুক,শৈল প্রপাত,প্রান্তিক লেক,রিজুক ঝরনা,রুমানা ঝরনা,বগালেকসহ আরও অনেক জায়গা।এগুলো মানুষকে জানানোর জন্যই আমরা এসেছি।’ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো.মাকসুদ চৌধুরী বলেন,পাহাড়ের স্নেহে ছায়ায় গড়ে ওঠা এক স্বপ্নীল জনপদ বান্দরবান।এ জেলার বিভিন্ন জাতি গোষ্ঠীর অকৃত্রিম জীবনাচরণ যে কারো অগ্রহের কেন্দ্রবিন্দু হতে পারে। পর্যটকদের ভ্রমণ সহায়ক হিসেবে এ মেলা বান্দরবানসহ দেশের পর্যটন বিকাশে ভালো ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন,আমরা বান্দরবানের বিভিন্ন স্পট ও কালচারাল বিষয়গুলো নিয়ে ডকুমেন্টারি তৈরি করছি।যা আগামী এশিয়ান ট্যুরিজম ফেয়ারে দেখাতে পারবো বলে আশা করছি।বান্দরবান ভ্রমণে নিরাপত্তা নিয়ে কেউ যেন সংকোচ বোধের কোনো কারণ নেই বলেও জানান প্রশাসনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।তিনি বলেন,বান্দরবান জেলার নিরাপত্তা নিয়ে কেউ সংকোচ বোধ যেন না করেন।পর্যটকদের নিরাপত্তায় জেলার বিভিন্ন স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রয়োজনে গাইড সহায়তা দেবে জেলা প্রশাসন।(((বাংলানিউজ)))

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!