

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বান্দরবানের লামার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও গরীব অসহায়দের বস্ত্র বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর (এমপি)।গত বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০ টায় বান্দরবানের লামা উপজেলার কেন্দ্রীয় হরি মন্দির পূজা মন্ডপ পরিদর্শন ও এক আলোচনা সভায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর (এমপি)। পরে তিনি বস্ত্র বিতরণ করেন প্রায় চারশত পরিবারে মাঝে।সভায় প্রতিমন্ত্রী বলেন,ধর্ম যার যার,উৎসব সবার। যার যার আনন্দ-উৎসব,সে সে ভোগ করবেন এবং অন্যকেও সে আনন্দের ভাগ দিবেন।তিনি আরও বলেন, উৎসব পালন করতে গিয়ে যেন,অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়,সেদিকেও লক্ষ্য রাখতে হবে সবাইকে।লামা উপজেলা কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাশের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় সভায় বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,মোস্তফা জামাল ও ফাতেমা পারুল,আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ,উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা,বান্দরবান জেলা কেন্দ্রীয় দুর্গা পূজা উদযাপন পরিষদ সভাপতি অমল কান্তি দাশসহ প্রমুখ উপস্থিত ছিলেন।