দুর্গম থানচির তিন্দু তে ছাত্রলীগ,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ


প্রকাশের সময় :১ জুলাই, ২০১৭ ৫:৪৯ : পূর্বাহ্ণ 857 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-দুর্গম থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।গতকাল শুক্রবার (৩০ জুন) উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য,বান্দরবানের সাংসদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পুত্র উসিং হাই রবিন বাহাদুর এর উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।স্থানীয় থানচি উপজেলা ছাত্রলীগ এর সহযোগিতায় আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি মোঃকাউছার সোহাগ,জেলা ছাত্রলীগ সহসভাপতি সৈকত দাশ,যুগ্ম সম্পাদক শাফায়েত হোসেন শাপু,সাংগঠনিক সম্পাদক অং ছাই উ পুলু,দপ্তর সম্পাদক শহিদুল আলম সোহেল,পৌর সেচ্ছাসেবক লীগ আহবায়ক হ্ল এ মং,ছাত্রলীগ উপ ক্রীড়া সম্পাদক বিকাশ চাকমা,আপ্যায়ন সম্পাদক নু টিং শৈ,মানব সম্পদ উন্নয়ন সম্পাদক অং চিং প্রু মার্মা প্রমুখ সহ বান্দরবান জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ নিয়ে গঠিত উচ্চপর্যায়ের একটি টিম।ত্রাণ হিসেবে প্রতিটি পরিবার কে দৈনন্দিন জীবনে ব্যাবহার্য হাড়িপাতিল,১টি করে বালতি,থামি,লুঙ্গি,গামছা,বাটি,২টি করে প্লেইট সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় প্রশাসনের পর্যন্ত যেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর সহায়তা পৌছে দিতে বেগ পেতে হয়েছে তখন ছাত্রলীগ নেতৃবৃন্দদের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে।আয়োজক সংশ্লিষ্ট নেতৃবৃন্দদের দাবী প্রচার নয় আর্তমানবতার সেবায় সময়ের প্রয়োজনে ছাত্রলীগ দেশের প্রতিটি দুর্যোগ কালীন সময়ে সহায়তা নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ায়।তিন্দু সফর কোনওভাবেই তাঁর ব্যাতিক্রম কোনও ঘটনা নয়।বান্দরবান জেলার প্রতিটি দুর্যোগে বিপদগ্রস্ত অসহায় মানুষের পাশে ছাত্রলীগ ত্রাণ সহায়তা নিয়ে উপস্থিত থাকার চেষ্টা করে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।এদিকে ত্রাণ বিতরণকালে উপস্থিত স্থানীয় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর বাসিন্দাদের উদ্দেশ্য করে ছাত্রলীগ কেন্দ্রীয় সদস্য উসিং হাই রবিন বাহাদুর বলেন,বান্দরবান পার্বত্য জেলা শান্তি ও সম্প্রীতির জেলা হিসেবে দেশব্যাপী পরিচিতি নাম।এখানে ধর্ম বর্ন নির্বিশেষে একে অন্যের বিপদে আপদে দলমত এর উর্ধ্বে উঠে যার যেটুকু সামর্থ্য থাকে তা নিয়েই ছুটে আসে।আপনাদের মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদন্ড।শিক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।শিক্ষাই পারে একটি গ্রাম কে আলোকিত করে তোলতে।তাই দুর্গম হলেও শিক্ষার জন্য প্রতিটি শিশুকে বিদ্যালয়মুখী করতে হবে।তাই প্রতিটি পরিবারের শিশুদের কে শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা আবশ্যক।এসময় তিনি পাড়াবাসী কে উদ্দেশ্য করে আরও বলেন অং থোয়াই প্রু পাড়া টি অত্যন্ত দুর্গম।এখানে বিশুদ্ধ পানির সংকট রয়েছে।তাই এই এলাকায় বিশুদ্ধ পানির ট্যাংক স্থাপনে পাড়াবাসীর সাথে এগিয়ে আসবে ছাত্রলীগ।উল্লেখ্য,গত ২৪ শে জুন শনিবার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের অংথোয়াই প্রু কারবারী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ২০ আদিবাসীর বাড়িঘর সম্পূর্ণ পুড়ে ছাই যায়,পরে ক্ষতিগ্রস্থদের পরিমান নির্ণয় করতে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি থানচি উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন এবং পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবার কে ত্রাণ সহায়তা প্রদান করে উপজেলা প্রশাসন।গতকাল শুক্রবার বিকাল ৪ টায় জনসেবা কেন্দ্রে (গোলঘর) প্রাঙ্গণে ক্ষতিগ্রস্থ ২২ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবার কে ১ বান করে ২০ বান ঢেউ টিন,৩ হাজার টাকা করে নগদ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।বিতরনের সময় উপজেলা চেয়ারম্যান উ,ক্যহ্লাচিং মারমা,বান্দরবান জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থোয়াইহ্লামং মারমা,শ্রমিক লীগের সাবেক সভাপতি রতন মারমা,অংথোয়াই প্রু পাড়ার প্রধান নিথোয়াই উ কারবারী প্রমূখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!