টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিলেন মাশরাফি


প্রকাশের সময় :৪ এপ্রিল, ২০১৭ ১১:৩৩ : অপরাহ্ণ 1357 Views

স্পোর্টস ডেস্কঃ-আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট টি-২০ ভার্শন থেকে অবসর নিচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।মঙ্গলবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-২০ সিরিজ শুরুর আগে এই কথা জানান নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার।এই সিরিজই হতে যাচ্ছে মাশরাফির শেষ টি-২০ সিরিজ-এমন গুঞ্জন বাতাসে ভাসছিল সকাল থেকেই।প্রথম ম্যাচের টস পর্বে ধারাভাষ্যকারের সাথে আলাপকালে এ ব্যাপারে নিশ্চিত করেন মাশরাফি নিজেই। এর মিনিট দশেক আগে মাশরাফির স্বীকৃত ফেসবুক পেইজেও একই ঘোষণা দেওয়া হয়।মাশরাফির পেইজ থেকে তার একটি ছবি সংযুক্ত করে তাতে লেখা হয়, ‘বাংলাদেশ টিম কে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল এ ১০ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের।আমি বিশ্বাস করি বর্তমান দলটি একটি ভাল দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে। আমার উপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। আমি আমার সকল ভক্ত,পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সবসময় সমর্থন করার জন্য।এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান এবং পতন ছিল।আমি সবসময় চেষ্টা করেছি আমার ফ্যানদের কে খুশি করার।আমি আমার প্রত্যেক ফ্যান এর কাছে তাদের কে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি।এই মুহূর্তে দল হিসেবে আমরা ভাল খেলছি। আমি নিশ্চিত বাংলাদেশ সামনের দিনগুলো তেও ভাল ক্রিকেট খেলবে।আমি মনে করি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময় যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে।আমি বাংলাদেশ এর টি-টোয়েন্টি টিম এর নতুন অধিনায়ক কে আগাম অভিনন্দন জানাই এবং আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় সামনে আসবে।শীঘ্রই আবার দেখা হবে।সকলের জন্য আমার আন্তরিক ভালবাসা।’

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

error: কি ব্যাপার মামা !!