

স্পোর্টস নিউজ ডেস্কঃ-শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টির প্রথমটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ঘোষিত দলে জায়গা পেয়েছেন পাঁচ তরুণ।এ ছাড়া সর্বশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাতজন।ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসানও।প্রথমবার টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া পাঁচজন হলেন আবু জায়েদ রাহি,আরিফুল হক,মেহেদি হাসান,জাকির হাসান ও আফিফ হোসেন।বাদ পড়েছেন মুমিনুল হক,ইমরুল কায়েস,লিটন কুমার দাস,মেহেদি হাসান মিরাজ,নাসির হোসেন,শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে থাকা তামিম ইকবাল এই দলে ফিরেছেন।ফিরেছেন হায়দার রনিও।রনি সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৬ সালের বিশ্বকাপে। ওমানের বিপক্ষে ধর্মশালায় খেলা সেই ম্যাচের পর আর জাতীয় দলে খেলা হয়নি তার।যে কজন নতুন সুযোগ পেয়েছেন,এদের প্রায় সবাই গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন।ওই পারফর্মই তাদের সামনে জাতীয় দলের দরজা খুলে দিলো।এদের মধ্যে আফিফ হোসেন নিউজিল্যান্ডে হয়ে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলের সেরা ব্যাটসম্যান ছিলেন।ওই পারফর্ম্যান্সের পর তার জাতীয় দলে ঢোকা প্রায় নিশ্চিতই ছিলো।ত্রিদেশীয় সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের পর ১৫ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি দুটি।প্রথম টি-টোয়েন্টি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।পরের ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।এই ম্যাচ দিয়ে সিলেটে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ।