জামিন মেলেনি সালমানের,থাকতে হচ্ছে কারাগারেই


প্রকাশের সময় :৬ এপ্রিল, ২০১৮ ১:২৫ : অপরাহ্ণ 649 Views

বান্দরবান অফিসঃ-কৃষ্ণসার হত্যা মামলায় বৃহস্পতিবার থেকে যোধপুর কারাগারে আছেন বলিউডের ভাইজান খ্যাত তারকা অভিনেতা সালমান খান।শুক্রবার ছিলো জরুরি জামিন শুনানি।কিন্তু শেষ পর্যন্ত এদিন জামিন মেলেনি তার। আদালত ৭ এপ্রিল (শনিবার) পর্যন্ত জামিন শুনানি স্থগিত রেখেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।সালমানের আইনজীবীদের মধ্যে একজন ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন,শনিবার সকাল সাড়ে দশটায় যোধপুর আদালতেই সালমান খানের জামিন শুনানি হবে।তার মানে যোধপুর কেন্দ্রীয় কারাগারেই অন্তত আরো একটি রাত কয়েদি হিসেবেই কাটাতে হচ্ছে বলিউডের এই ভাইজানকে।এদিকে সালমানের আরেক আইনজীবী জানিয়েছেন,শনিবার আদালতে আবেদন করেও যদি সালমানের জামিন না পান সেই ক্ষেত্রে তারা শিগগির রাজস্থান হাইকোর্টের শরণাপন্ন হবেন।সালমানের আরেক আইনজীবী মহেশ বোরা জানান,নিন্ম আদালত সালমানকে শাস্তি দেয়ার আগে অনেক বিবেচনাপূর্ণ দিকগুলো এড়িয়ে গেছেন।অথচ দোষী সাব্যস্ত করার আগে এ বিষয়গুলো মাথায় নেয়া উচিত ছিলো।বৃহস্পতিবার সালমানকে ৫ বছরের জেল সাব্যস্ত করার পরও সালমানের আইনজীবী গণমাধ্যমে দাবি করেছিলেন: সরকারি কৌঁসুলি অভিযোগের স্বপক্ষে প্রমাণ সংগ্রহ করতে পারেননি।মামলা সাজাতে ভুয়া সাক্ষী দাঁড় করিয়েছেন।এমনকি বন্দুকের গুলিতেই যে কৃষ্ণসার হরিণ দুটির মৃত্যু হয়েছিল,তা-ও সরকারি কৌঁসুলি প্রমাণ করতে পারেননি।বহুদিন ধরেই চলছিলো কৃষ্ণসার হত্যা মামলাটি।একই মামলায় আসামি ছিলেন সাইফ আলী খান,সোনালী বিন্দ্রে, টাবু ও নিলম কুঠরী।কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন।কিন্তু হরিণ হত্যার দায়ে ফেঁসে গেলেন সালমান।যোধপুর আদালতের নির্দেশে বৃহস্পতিবার ৫ বছরের কারাদণ্ড পেয়েছেন ভারতের তুমুল জনপ্রিয় এই নায়ক।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!