এই মাত্র পাওয়া :

এশিয়া মডেল অ্যাওয়ার্ড-২০১৮ অর্জন করলেন ইমি


প্রকাশের সময় :৭ মে, ২০১৮ ৯:৩০ : অপরাহ্ণ 829 Views

বিনোদন ডেস্কঃ-গত ৬ মে একই আসর থেকে এশিয়া মডেল অ্যাওয়ার্ড- ২০১৮ অর্জন করেন বাংলাদেশের জনপ্রিয় মডেল সাবনাজ সাদিয়া ইমি।দেশের পক্ষ থেকে এশিয়া মডেল ফেস্ট সমন্বয় ও আয়োজন করবে বাংলাদেশি যোগাযোগ ও অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্রসওয়াক কমিউনিকেশনস ও কোরীয় প্রতিষ্ঠান কোরবান।সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সিউলের স্যামঝাং হোটেলে উৎসবের আয়োজক প্রতিষ্ঠান কোরিয়া মডেল অ্যাসোসিয়েশনের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে দুই দেশের প্রতিনিধিরা।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম র‌্যাম্প মডেল ইমি, কোরীয় মডেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইউ সিগ ইয়াং, ক্রসওয়াকের ব্যবস্থাপনা পরিচালক এম এ মারুফ এবং কোভানের গ্লোবাল চেয়ারম্যান মাইয়ান হান কো ও কোরবান প্রতিষ্ঠানের জেমস কিম।ক্রসওয়াক কমিউনিকেশনস জানায়, আগামী বছর থেকে এই দুই প্রতিষ্ঠান যৌথভাবে ‘ফেস অব বাংলাদেশ’ শিরোনামে নতুন মডেল খোঁজার প্রতিযোগিতা আয়োজন করবে। এর মাধ্যমে সেরা চারজন মডেল এশিয়া মডেল ফেস্টের ‘নিউ স্টার মডেল কনটেস্ট’ ও ‘ফেস অব এশিয়ায়’ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।এ বছরের ১৩তম এশিয়া মডেল ফেস্টে অংশ নিচ্ছে এশিয়ার ২৭ দেশ। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দুজন মডেল। সেলিব্রেটি মডেলদের বিশেষ আয়োজন এশিয়া মডেল স্টার ও মডেল পুরস্কার অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শাবনাজ সাদিয়া ইমি। অন্যদিকে ৫ মে থেকে শুরু হয়েছে ফেস অব এশিয়া অনুষ্ঠান। সেরা নবীন মডেল খোঁজার এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন স্মরণ রহমান।এ প্রসঙ্গে ক্রসওয়াকের ব্যবস্থাপনা পরিচালক এম এ মারুফ বলেন, ‌‌‘এশিয়া মডেল ফেস্ট বাংলাদেশের নতুন ও প্রতিভাবান মডেলদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম।এখন থেকে এই ফেস্টিভালে নিয়মিত অংশ নিয়ে আমরা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করতে পারবো।’

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর