স্বাস্থ্য-তথ্যপ্রযুক্তি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের সহযোগিতা চায় কুয়েত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২০ জুলাই, ২০২১ ৫:১০ : অপরাহ্ণ 355 Views

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ড. আহমেদ নাসের আল-মোহাম্মেদ আল-সাবাহর সঙ্গে বৈঠক করেছেন।

শুক্রবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা নিয়ে ড. মোমেন এবং ড. আহমেদ নাসের আল-মোহাম্মেদ আল-সাবাহ সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ড. আহমেদ নাসের আল-মোহাম্মেদ আল-সাবাহ স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি এবং সাইবার সিকিউরিটি খাতে বাংলাদেশের সহায়তা চান। তিনি দুই দেশের সম্পর্ক পর্যালোচনার প্রস্তাব দেন এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের কথা বলেন।

অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আরও বেশি বাংলাদেশি দক্ষ শ্রমিককে কুয়েতে নিয়োগ দেওয়া এবং বাংলাদেশি ব্যবসায়ীরা যেন সে দেশে ব্যবসার ক্ষেত্রে অনুকূল পরিবেশ পায় সে বিষয় নিশ্চিত করার অনুরোধ জানান।

রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদে প্রস্তাবে সমর্থন দেওয়ায় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান ড. মোমেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!