

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-রোহিঙ্গাদের উপর নির্যাতন,সহিংসতার কারণে মিয়ানমারে বেশ কিছু প্রকল্পের কাজ স্থগিত করেছে জার্মানি।মিয়ানমার সরকারের বিভিন্ন সেবামূলক কাজে সহায়তা করে আসছিলো দেশটি।রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় বর্তমানে চলমান অস্থিরতার মুখে এইসব প্রকল্পের কাজ সাময়িক স্থগিত করা হয়েছে।মিয়ানমারে জার্মানির সহায়তায় পরিচালিত প্রকল্পের ভেতর রয়েছে খাদ্য নিরাপত্তা,চাকরি সৃষ্টি ও চিকিৎসা সেবাখ্যাত।জার্মানির উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যাথরিনা ম্যানৎস বলেন, “যেসব অঞ্চলে সহিংসতা চলছে সেখানে প্রকল্পগুলো ‘নিস্ক্রিয় অবস্থায়’ রাখা হয়েছে৷ যখনই সংঘাত বন্ধ হবে তখনই সেগুলো আবার চালু করা হবে।” সম্প্রতি মিয়ানমারে চলমান সহিংসতা ও সার্বিক পরিস্থিতি গভীরভাবে জার্মানি সরকার পর্যবেক্ষন করছে বলে জানান সরকারের মুখপাত্র স্টেফান সাইবার্ট।তিনি বলেন,মিয়ানমারের ‘নাটকীয় অবস্থা’ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে জার্মানি৷ সংঘাতের সাথে সংশ্লিষ্ট সব পক্ষ ও ‘বিশেষ করে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চিকে’ সংঘাত বন্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।এর আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল মিয়ানমারের রাখাইনে সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সকল পক্ষকে সহিংসতা বন্ধের আহবান জানিয়ে ছিলেন।সেই সাথে উদ্বুদ্ধ পরিস্থিতিতে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়া নিয়ে বাংলাদেশের প্রশংসাও করেন তিনি