মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আনোয়ার ইব্রাহিম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৫ নভেম্বর, ২০২২ ৩:১৭ : অপরাহ্ণ 299 Views

মালয়েশিয়ায় নির্বাচন-পরবর্তী অচলাবস্থার পর দেশটির প্রবীণ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে।বাদশাহ সুলতান আবদুল্লাহ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। খবর বিবিসির।

এর আগে সপ্তাহব্যাপী নির্বাচনের পর দেশটিতে একটি ঝুলন্ত সংসদ তৈরি হয়। গত সপ্তাহে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে আনোয়ার বা প্রাক্তন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি।

মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় বাদশাহর কাছে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম।

বারিসান ন্যাশনালের রাজত্বের অবসানের মাধ্যমে ২০১৮ সালে প্রথম ইতিহাস তৈরি করে আনোয়ারের পাকাতান হারাপান (পিএইচ) পার্টি। দুই বছর ক্ষমতায় থাকার পর তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তারা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!