

মোহাম্মদ রফিকুল ইসলাম,বান্দরবান প্রতিনিধিঃ-রাবার উৎপানের সম্ভাবনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বাংলাদেশ রাবার বোর্ডের ১৪ সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যে মালয়েশিয়ায় পৌঁছেছে। বিশেষ এই প্রতিনিধি দলে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিচ্ছেন,বাংলাদেশ রাবার বোর্ড চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবদুল কাদের এবং বাংলাদেশ রাবার গার্ডেন এসোসিয়েশনের চেয়ারম্যান মো.কামাল উদ্দিন।রোববার দিবাগত রাত ২টার সময় বিমান যোগে মালয়েশিায় উপস্থিত হয়ে কুয়ালালামপুরস্থ হোটেল ইস্টানায় অনুষ্ঠিত তিন দিনের সম্মেলনে যোগ দিবেন তারা।বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট কর্মকর্তা ড.মাহাবুবুর রহমান, বাংলাদেশ রাবার বোর্ড সদস্য ছলিমুল হক চৌধুরী,সহ-সভাপতি মো.আলা উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জাহানারা আরজু,রাবার বাগান মালিক ড.ছানাউল্লাহ ও ড.সাজ্জাদ হোসেন প্রমুখ প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন বলে বাংলাদেশ রাবার গার্ডেন এসোসিয়েশনের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন জানিয়েছেন।প্রতিনিধি দল বাংলাদেশে রাবার উৎপানের সম্ভাবনা,অভিজ্ঞতার শেয়ার,বাজারকরণ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।