ট্রাম্পের দুই মিলিয়ন ডলার জরিমানা!


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :৮ নভেম্বর, ২০১৯ ১০:৫৬ : অপরাহ্ণ 710 Views

নিজের দাতব্য সংস্থা থেকে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে টাকা ঢালার দায়ে জরিমানা হলো মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের৷
ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত দাতব্য সংস্থা ‘ডনাল্ড ট্রাম্প ফাউন্ডেশন’ এর তহবিল থেকে বিরাট অঙ্কের অর্থ লুকিয়ে নিজের নির্বাচন প্রচারে ব্যবহার করার দায়ে বৃহস্পতিবার দুই মিলিয়ন মার্কিন ডলার জরিমানা ঘোষণা করলো মার্কিন সুপ্রিম কোর্ট৷

অভিযোগ,সেই টাকা সরাসরি প্রচারে ব্যবহার করার পাশাপাশি ট্রাম্পের একটি ছয় ফুট উঁচু পোট্রেট তৈরি করতেও খরচ করা হয়৷ডনাল্ড ট্রাম্প ২০১৬ সালের নির্বাচন চলাকালীন ট্রাম্পের প্রচার দল একটি ফান্ড রেইজার বা অর্থ সংগ্রহের অনুষ্ঠান আয়োজন করে৷তাঁরই নির্দেশে সেই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ থেকে সেই পোট্রেটের টাকা আসে৷

জরিমানা ছাড়াও সুপ্রিম কোর্ট ট্রাম্পের তিন সন্তান ইভাঙ্কা,ডনাল্ড জুনিয়র ও এরিককে দাতব্য সংগঠন বিষয়ে একটি বাধ্যতামূলক কর্মশালায় অংশগ্রহণ করতে নির্দেশ দিয়েছে৷

সরকারপক্ষের আইনজীবী লেটিশিয়া জেমস এই রায়কে বড় সাফল্য হিসাবে বর্ণনা করলেও ডনাল্ড ট্রাম্প এই রায়কে দেখছেন রাজনৈতিক প্রতিহিংসা হিসাবেই৷এই নিয়ে একটি বিবৃতি টুইটও করেন তিনি৷

জেমসের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তাঁর চরিত্র হননের অভিযোগ তোলেন তিনি৷অর্থ তছরুপের অভিযোগকেও তিনি ‘ছোট প্রায়োগিক লঙ্ঘন’-এর চেয়ে বেশি কিছু মনে করেননা,বলে জানাচ্ছে তাঁর টুইট৷

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!