বান্দরবানে খুনের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩ নভেম্বর, ২০২২ ৪:১০ : অপরাহ্ণ 420 Views

বান্দরবানে মাংরক ম্রো হত্যা মামলায় মংছা চিং মারমা (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা দণ্ডাদেশও দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (৩ নভেম্বর) বান্দরবান জেলা দায়রা জজ আদালতের বিচারক মো.ফজলে এলাহী ভুইয়া।দণ্ডিত মংছা চিং মারমা (২৮) লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা এলাকার অংক্য থোয়াই মারমার ছেলে।

মামলা সূত্রে জানা যায়,২০১৭ সালের ২৬ জুলাই লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা এলাকায় বর্গাচাষি ডোমং মারমা ও কহ্লোঅং মারমার নিকট হতে বর্গাচাষের টাকার জন্য যান মাংরক ম্রো। এরপর ২৮ জুলাই পর্যন্ত বাসায় না ফেরায় মাংরক ম্রোর পরিবার বর্গাচাষি ডোমং মারমার সঙ্গে যোগাযোগ করেন। ডোমং মারমা জানান মাংরক ম্রো বর্গা চাষের ১৮ হাজার ৫০০ টাকা নিয়ে ২০১৭ সালের ২৭ জুলাই বাড়র উদ্দেশ্যে রওনা দেন।পরে এই ঘটনায় স্থানীয় লোকজন সন্দেহজনক মংছা চিং মারমাকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করে।জিজ্ঞাসাবাদে মংছা চিং মারমার স্বীকারোক্তি অনুযায়ী লামা ফাঁসিয়া খালী ইউনিয়নের মুরুংঝিরির আগা এলাকার ঝিড়ির পাশ হতে মাংরক ম্রোর মাথা বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে ২০১৭ সালের ১ আগস্ট নিহত মাংরক ম্রোর ছেলে মেনতাম ম্রো বাদী হয়ে লামা থানায় হত্যা মামলা দায়ের করার প্রেক্ষিতে স্বাক্ষীদের সাক্ষ্য ও মামলায় দোষী প্রমাণিত হওয়ায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.ফজলে এলাহি ভুইয়া এই রায় ঘোষণা করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!