শিরোনাম: কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বান্দরবানে যথাযথ মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস তারেক রহমানের বিরুদ্ধে কোনো কটূক্তি সহ্য করা হবে নাঃ বান্দরবানে যুবদলের হুঁশিয়ারি বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তিন নারীরঃ শোকে স্তব্ধ দেওয়াই হেডম্যান পাড়াবাসী লামায় প্রাণহানির ঝুঁকি এড়াতে ৭৫টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ যথাযথ মর্যাদায় আষাঢ়ী পূর্ণিমা পালন করলো বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা বান্দরবানে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী টেকনাফ ক্যাম্প-২২ এ অফিসার্স ক্লাব (বন্ধন) এর আয়োজনে ফল উৎসব

কারখানায় ভ্রাম্যমাণ আদালতের দেড় লাখ টাকা জরিমানা


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :৬ অক্টোবর, ২০১৯ ৯:৩৯ : অপরাহ্ণ 1377 Views

সিরাজগঞ্জে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে পণ্য তৈরি করার অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সরকার মোহাম্মদ রায়হান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুল হক এ আদালত পরিচালনা করেন।

এ ব্যাপারে সরকার মোহাম্মদ রায়হান জানান, একটি কারখানায় বিএসটিআইর মনোগ্রাম নকল করে অবৈধ পন্থায় খাদ্যপণ্য উৎপাদন হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহযোগিতায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ঝাড়িলা মশুড়া পোড়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার মালিককে বিএসটিআই আইনে ১৫/১ ধারায় ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড এবং ২৪ ধারায় ৪১ এর শাস্তি ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৫০ হাজার টাকা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে কারখানায় উৎপাদিত চানাচুর, দই, ফ্লেভার ড্রিং (রোবট), কেমিক্যাল এবং বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ উপাদান টেক্সটাইল রং জব্দ করে তাৎক্ষণিক আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়।

অভিযানে র‌্যাব সদস্যদের পাশাপাশি, বিএসটিআই রাজশাহী অঞ্চলের ফিল্ড অফিসার গোবিন্দ কুমার ঘোষ, বিএসটিআইর পরিদর্শক মো. আজিজুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর