শিরোনাম: জেলা প্রশাসক শামীম আরা রিনি’র এক ঘোষনায় ২০ লাখ টাকার অনুদান পেলো আলীকদম কলেজ নাইক্ষ্যংছড়িতে গ্রেফতার হলো স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক চুচু মং শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে ডেভিল হান্ট অভিযানঃ কারাগারে দুই আওয়ামীলীগ নেতা বান্দরবানের প্রথম পেশাদার ম্যারাথন কমিউনিটি “বান্দরবান হিল রানার্স” এর টিম জার্সি উন্মোচন করলেন নবাগত ইউএনও মারুফা সুলতানা খান হীরামনি বান্দরবানে মন্দির উৎসর্গ ও পঞ্চ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত রাজধানীর সোবহানবাগ থেকে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গ্রেফতার ক্রীড়া উন্নয়ন ফোরামের শুভেচ্ছা উপহার পেলো প্রাথমিক ফুটবলের ক্ষুধে জেলা চ্যাম্পিয়নরা

লামায় মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর রজত জয়ন্তী উদযাপন


প্রকাশের সময় :২৭ অক্টোবর, ২০১৭ ৬:৫৯ : অপরাহ্ণ 690 Views

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ-দেশের শীর্ষ ১০টি সমবায় প্রতিষ্ঠানের একটি বান্দরবানের লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:।আজ শুক্রবার সকাল (২৭ অক্টোবর) লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানটির সাফল্যের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী পালন করা হয়েছে।সংগঠনের ১০ হাজার সদস্য ও লামাবাসী সকলের উপস্থিতিতে এক মিলনমেলা পরিণত হয়েছে সভাস্থল।দুইদিন ব্যাপী অনুষ্ঠানে শুক্রবার বিকেলে র‌্যাফেল ড্র।এছাড়া ২৮ অক্টোবর শনিবার প্রতিষ্ঠানটির ২৩তম সাধারণ সভা ও ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন।বৃহৎ আর্থিক এই প্রতিষ্ঠানটির নির্বাচন নিয়ে লামা সবর্ত্র চায়ের কাপে ঝড় উঠেছে।সংগঠনের ৩ হাজার শিশু সদস্য ও ৭ হাজার সাধারণ সদস্যসহ মোট দশ হাজার সদস্য রয়েছে। ভোটার সংখ্যা তিন হাজার দু’শত বিয়াল্লিশ জন।রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ তমিজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল,ফাতেমা পারুল,লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম,মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রতিষ্ঠাতা এম.জয়নাল আবেদীন সহ দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (কালব) এর জাতীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে তিন জন;লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম. ইমতিয়াজ,লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর ও লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের শারিরীক শিক্ষক নুরুল ইসলাম ফরিদ।সাধারণ সম্পাদক পদে মাতামুহুরী কলেজের লাইব্রেরীয়ান মো:হানিফ,অংহ্লারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন ও বান্দরবানের সুয়ালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম।ডিরেক্টর পদে,এমআর মো:শওকতুল ইসলাম,ছাখল খাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক থোয়াইনু মার্মা,রুপসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুলতান আহমেদ,ব্যবসায়ি মো:নুরুজ্জামান ও ব্যবসায়ি মো: মোজাম্মেল হক।বিনা প্রতিদ্বন্ধিতায় সহ-সভাপতি পদে মাতামুহুরী কলেজের আইটি শিক্ষক ফরিদুল আলম নির্বাচিত হন।প্রসঙ্গত,সংগঠনটি ১লা জুলাই/১৯৯২ ইং তারিখে প্রতিষ্ঠা লাভ করে।১৯৯৪ সালের ২১ ডিসেম্বর সমবায় কর্তৃক নিবন্ধিত হয়,নং-বান্দরবান/৩৯।এর পর থেকে প্রতিষ্ঠানটি প্রতি তিন বছর পর পর নির্বাচনী পক্রিয়ায় পরিচালনা পর্ষদ গঠন করে।বর্তমানে সংগঠনটির মূলধন প্রায় ১৬ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!