মোংলা ইপিজেডে চীনা কোম্পানির ১১০ কোটি টাকার বিনিয়োগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৬ এপ্রিল, ২০২২ ৪:০২ : অপরাহ্ণ 302 Views

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স জাইহি টেক্সটাইল টেকনোলজি বাংলাদেশ লিমিটেড ১২ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১০ কোটি ৮৫ লাখ টাকা বিনিয়োগে মোংলা ইপিজেডে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ বিনিয়োগে প্রতিষ্ঠানটিতে ২ হাজার ৮৯২ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বার্ষিক ৫০ লাখ পিস ওভেন এবং ২৩ লাখ পিস নিট পোশাক উৎপাদন করবে। উল্লেখ্য, মোংলা ইপিজেডে মেসার্স গার্মেন্টস ম্যানুফেকচার জিনলাইট বাংলাদেশ নামে তাদের আরেকটি তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে।

এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স জাইহি টেক্সটাইল টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের মধ্যে গতকাল ঢাকায় বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং জাইহি টেক্সটাইল টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াং জিলাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!