শিরোনাম: এনসিপিতে পদত্যাগের মিছিলঃ এবার দল ছাড়লেন যুগ্ম আহ্বায়ক তানসুভা জাবীন শপথ গ্রহন করলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সেনা অর্থায়নে সুংসুয়াং পাড়ায় ইকো রিসোর্টঃ পাড়াবাসীর কল্যানে ব্যয় হবে আয়ের সব অর্থ প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান বিপুল পরিমাণ জাল নোটসহ তিন পেশাদার জাল টাকা কারবারি গ্রেফতার রাজপুত্র সাচিং প্রু জেরীর শুভেচ্ছা বার্তা নিয়ে গির্জায় গির্জায় সহধর্মিণী ম ম চিং আলীকদমে বড়দিন উপলক্ষে সেনা উদ্যোগঃ সম্প্রীতির সেতুবন্ধনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের অফিসিয়াল পেজ রিমুভ করে দিলো ফেসবুক মেটা

জিডিপি বেড়ে ৪১১০০ কোটি ডলার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৪ নভেম্বর, ২০২১ ৫:৫৮ : অপরাহ্ণ 472 Views

অর্থনীতির ভিত্তি বছর পরিবর্তন করায় আবার বাড়ল মাথাপিছু আয় ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির আকার। জিডিপি আকার ৪১ হাজার ১শ কোটি মার্কিন ডলার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় ৩৪ হাজার ৮৪০ কোটি টাকা। একই সঙ্গে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার হয়েছে।

শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে মঙ্গলবার একনেক সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এছাড়া মাথাপিছু আয় ও মোট জিডিপিসহ সব তথ্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। এমএ মান্নান বলেন, অর্থনীতির ভিত্তি বছর সংশোধন করেছি। আমরা ছিলাম ২০০৫-০৬ সালে। এখন ভিত্তি বছর ২০১৫-১৬ বছরে নিয়ে এসেছি। এতে অভ্যন্তরীণ উৎপাদন অনেক বেড়েছে। মোট জিডিপির আকার ৪১১ বিলিয়ন মার্কিন ডলারে। বেড়েছে মাথাপিছু আয়ও। মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার হয়েছে। যা টাকার অঙ্কে ২ লাখ ১৬ হাজার ৫৮০ টাকা। তিনি আরও বলেন, রিজার্ভ ৫০ বিলিয়ন, সাক্ষরতার হার ৭৫ দশমিক ২ শতাংশ হয়েছে। এছাড়া গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে। অন্যদিকে, দেশে দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।’ পরিকল্পনামন্ত্রী বলেন, গত অর্থবছরে (২০২০-২১) জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৩ শতাংশে। টাকার অঙ্কে ২৭ হাজার ৯৩৯ বিলিয়ন টাকা। যা ২০১৮-১৯ অর্থবছরে ৭ দশমিক ৮৮ শতাংশ। ওই সময় টাকার অঙ্কে ছিল ২৬ হাজার ৫০১ বিলিয়ন টাকা। ব্রিফিয়ে ২০১৫-১৬ ভিত্তিবছর ধরায় তিন খাতের বর্তমান অবস্থা সম্পর্কে তুলে ধরা হয়।

কৃষিখাত : জিডিপি নিরুপণের জন্য এর আগে এ খাতের অন্তর্ভুক্ত সব তথ্যের সঙ্গে শস্য উপখাতে প্রায় ২০টি নতুন ফসল যোগ হয়েছে। সার্বিকভাবে চলতি মূল্যে ২০১৫-১৬ অর্থবছরে কৃষিখাতে মূল্য সংযোজনের আকার ১৪ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শিল্পখাত : সার্বিকভাবে চলতি মূল্যে ২০১৫-১৬ অর্থবছরে শিল্পখাতে মূল্য সংযোজনের আকার ৩৬ দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সেবাখাত : জিডিপি নিরূপণের জন্য এর আগে এ খাতের অন্তর্ভুক্ত সব তথ্যের সঙ্গে পরিবহণ খাতের নতুন জরিপ, উবার, পাঠাও, নতুন বেসরকারি হেলিকপ্টার সংস্থার তথ্য, রিয়েল এস্টেট খাতের নতুন জরিপ, মোবাইল ব্যাংক, এজেন্ট ব্যাংক, সরকারের অলাভজনক প্রতিষ্ঠানগুলোর তথ্য এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের হালনাগাদ তথ্য নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে। সার্বিকভাবে চলতি মূল্যে ২০১৫-১৬ অর্থবছরে সেবাখাতে মূল্য সংযোজনের আকার ১৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর