চলতি অর্থবছরে ৪৮ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৯ জানুয়ারি, ২০২১ ১০:৪৬ : অপরাহ্ণ 731 Views

করোনার মহামারীর মধ্যেও চলতি অর্থবছরে ৪৮ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা রয়েছে বলে সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। যা আগের ২০১৯-২০ অর্থ বছরের রপ্তানির চেয়ে ১ বিলিয়ন ডলার বেশি। তিনি বলেন দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জণে বাংলাদেশ এখনও সবার ওপরে। এবং বিশ্বে তৃতীয়।

বৃহস্পতিবার সকালে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসে সংসদ অধিবেশন। এতে দিনের কার্যসূচী আনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপন করা হয়। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন সংসদ সদ্যসরা।

এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সংসদকে জানান, চালের বাজার এখন সহনশীল আছে। দাম নিয়ন্ত্রনে রাখতে সারা দেশে ৭০৩টি কেন্দ্রে খাদ্যসশ্য বিক্রি করা হচ্ছে। এছাড়া সরকারি খাদ্য বিতরণ কর্মসূচীর থেকে চলতি অর্থবছের এখন পর্যন্ত ২৭ লাখ ৭৭ হাজার মেট্রিকটন খাদ্য বিতরণ করা হয়েছে যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ।

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানান, বন্যাপ্রবণ এলাকায় ৪২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ চলমান রয়েছে। এছাড়া করোনা টিকা নিয়ে সবধরনের অপপ্রচার বন্ধের আহবান জানান সংসদ সদস্যরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর