স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১০ জানুয়ারি, ২০২২ ৩:৫২ : অপরাহ্ণ 305 Views

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো.আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।এছাড়াও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।গতকাল সোমবার জেলা ও দায়রা জজ মো.এহসানুল হকের আদালত এই রায় দেন।আদালত সূত্রে জানা যায় জানায়,২০১৩ সালে ১৭ মার্চ সকালে মো.আবুল কালাম তার বসত বাড়িতে পারিবারিক কলহের জেরে তার দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে গাছের মোটা লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করে হত্যা করে পালিয়ে যান।এ ঘটনায় ১৭ মার্চ নিহত মনোয়ারা বেগমের বাবা মো.সৈয়দ আলম বাদী হয়ে জামাতা মো.আবুল কালামের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় এজাহার দায়ের করলে পুলিশ ২০১৪ সালের ১৫ অক্টোবর এ ঘটনায় মো.আবুল কালামকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।আসামি মামলার শুরু থেকে পলাতক থাকায় আদালত কর্তৃক আসামির জন্য এসডিএল নিয়োগ করা হয়।আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর মামলার যুক্তিতর্ক শুনানীর জন্য দিন ধার্য করেন।পরে আসামি মামলার যুক্তিতর্ক চলাকালীন শুনানীর একপর্যায়ে গত ৩ নভেম্বর ২০২১ তারিখ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।দণ্ডপ্রাপ্ত আসামি মো.আবুল কালাম (৪৫) নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি ঠাণ্ডা ঝিরি ৩নং ওয়ার্ডের মৃত মকবুল আলীর ছেলে।তার স্ত্রী মনোয়ারা বেগম একই এলাকার মো.সৈয়দ আলমের মেয়ে।বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদারুল আলম জানান,রায় ঘোষণার সময় আসামি মো.আবুল কালাম আদালতে উপস্থিত ছিলেন।এদিকে মামলার বাদী ও মনোয়ারা বেগমের বাবা মো.সৈয়দ আলম রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!