

লোহাগাড়ায় সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিক জাহেদুল ইসলামকে মারধর করে ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।তার নাম সাজু আক্তার। তিনি লোহাগাড়ার চরম্বা পূর্ব রাজঘাটা ফরেস্ট অফিস সংলগ্ন ফকিরখিল এলাকায় নুরুল আলমের স্ত্রী।বৃহস্পতিবার (১ জুন) রাত দুইটার দিকে চরম্বা ইউনিয়নে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি সেখানে আত্মগোপনে ছিলেন।
ঘটনার সময় এই নারী অন্যান্যদের সঙ্গে হামলায় নেতৃত্ব দিয়ে সাংবাদিক জাহেদুল ইসলামকে গলায় রশি দিয়ে টেনে লাথি, কিল, ঘুষি, মেরে অণ্ডকোষে মারাত্মক জখম করে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে আসামিদের ধরতে অভিযান শুরু করি। চরম্বায় এক আত্মীয়ের বাড়িতে ওই আসামি আত্মগোপন করেছিলেন। সেখান থেকে রাত ২টার দিকে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে এখনো অভিযান অব্যাহত আছে।
এদিকে সাংবাদিক জাহেদুল ইসলাম এর উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অনলাইন সিএইচটি টাইমস ডটকম।