লামার আজিজ নগরে এইচ,বি,বি কাজে ব্যাপক অনিয়ম


প্রকাশের সময় :৪ জুন, ২০১৮ ১০:৫০ : অপরাহ্ণ 653 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলার লামা উপজেলাধীন আজিজ নগরের মগবাজার সংযোগ হতে বাছুরি পাড়া রাস্তায় এইচ বিবি কাজে ব্যাপক অনিয়ম এর মধ্য দিয়ে শেষ করা হয়েছে বলে জানা যায়।কিছু দিন আগে এই রাস্তাটিতে ১৭০০ ফুট এইচ বিবি কাজ করা হয়।ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটিতে ইট ব্যবহার করে সর্বনিম্ন মানের এবং বালি হিসেবে ব্যবহার করে পাহাড় কেটে পাহাড়ের মাটি।এতে করে বৃষ্টি হলে রাস্তাটিতে চলাফেরা ঝুকিপূর্ণ হয়ে পড়বে বলে দাবি এলাকাবাসীর।এখানে ব্রিক সলিংয়ে নিম্ন মানের ইট ব্যবহার করা এবং বালির পর্রিবতে ব্যববহার করা হয় পাহাড়ের মাটি।এলাকাবাসি বার বার অভিযোগ করলেও তাতে কর্ণপাত করেনি ঠিকাদার প্রতিষ্ঠান।
অপর দিকে যেখানে সরকার পাহাড় কাটা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে,পাহাড় কাটার ফলে ভূমি ধ্বংসে প্রায়ই পার্বত্য এলাকায় মানুষ মৃত্যু বরণ করছে সেখানে কার অনুমতি ক্রমে এই ঠিকদারি প্রতিষ্ঠান পাহাড় কেটে মাটি নিয়ে তা রাস্তার বালি হিসেবে ব্যবহার করল,তা জানতে চাইলে এলাকাবাসী ঠিকাদারী প্রতিষ্ঠান কোন ধরনের উওর দেয় নি বলে জানাই এলাকাবাসী।এ যেনো অনিয়ম দূর্নীতির এক মহাযজ্ঞ।এ বিষয় যথাযথ কর্তৃপক্ষ এবং এলজিইডির দৃষ্টি আকর্ষন করেছে এলাকাবাসী।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!