

নুরুল আলম রাজা বান্দরবান:-বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে বুধবার রাত ১১টায় ৪০ লিটার চোলাই মদ, ১টি মোটরসাইকেল সহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে আজিজনগর ক্যাম্প ইনচার্জ সপন সাহা সঙ্গীয় পুলিশ নিয়ে ইউনিয়নের চাম্বি মফিজ বাজার এলাকা থেকে মোটরসাইকেল যোগে পাচারকালে অভিযান চালিয়ে মদের চালানটি আটক করে।আটককৃতরা হলেন ১নং ওয়ার্ড উত্তর পাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে মোঃজসিম উদ্দিন (২৬) ৪নং ওয়ার্ড তেলনিয়া পাড়ার মোঃ অাকরামের ছেলে মোঃঅামানুল্লাহ (২২)।আজিজনগর ক্যাম্প ইনচার্জ সপন সাহা জানান, আটককৃতরা সকলেই দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত।এ ঘটনায় লামা থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হবে।লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন,একটি টিভিএস মোটরসাইকেল,৪০ লিটার চোলাই মদ উদ্ধার ও ২ মাদক পাচারকারীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।