নাইক্ষ‍্যংছড়িতে বিদেশী মদসহ পুলিশের হাতে আটক


নাইক্ষ্যংছড়ি থেকে আমিনুল ইসলাম প্রকাশের সময় :৩ অক্টোবর, ২০২২ ৮:১৫ : অপরাহ্ণ 363 Views

নাইক্ষ‌্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরুধী অভিযানে ১২০ বোতল বিদেশী সহ নুরুল কবির নামের এক যুবককে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।মাদকের অবৈধ বাণিজ্য চলছে নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুমের সীমান্ত পয়েন্টের বেশ কিছু জায়গা দিয়ে,বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ ইয়াবা সহ বহু ধরনের বিদেশি সিগারেট সহ বহু চালান আইন শৃঙ্খলা বাহিরের হাতে আটক হলেও থামানো যাচ্ছেনা।

রবিবার (০২ অক্টোবর) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে বান্দরবান জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায়। ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানার নেতৃত্বে এসআই বাবুলসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ঘুমধুমস্থ ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ পথে।চেক পোষ্টের মাধ‌্যমে একটি সিএনজি গাড়ি তল্লাসী করলে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় ১২০ বোতল বিদেশী মদসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।এ সময় পাচারকাজে ব‌্যবহারিত একটি সিএনজি (কক্সবাজার-থ-১১-৪৫৬৫) গাড়ি জব্দ করা হয়।আটককৃত ব‌্যক্তি উখিয়া উপজেলার কোটবাজার কুলাল পাড়ার আব্দুর হমানের পুত্র নুরুল কবির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২০ বোতল বিদেশী মদসহ এক যুবককে আটক করাহয় এবং পাচারকাজে ব‌্যবহারিত একটি সিএনজি গাড়ি জব্ধ করাহয়।

বিষযটি নিশ্চিত করে নাইক্ষ‌্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহ বলেন,আটক ব‌্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার প্রক্রিয়া চলমান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!