নাইক্ষ্যংছড়ি এখন ইয়াবা জোনঃ এবার ১১বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক এক


নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি প্রকাশের সময় :৫ এপ্রিল, ২০২২ ৩:৩৭ : অপরাহ্ণ 354 Views

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এখন ইয়াবা জোন হিসেবে পরিচিত হয়ে উঠছে।স্থানীয় জনপ্রতিনিধিরাও এই মাদক কারবারে জড়িয়ে যাচ্ছে।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিদিনই ইয়াবা উদ্বার করছে।মঙ্গলবার প্রথম প্রহরে নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির অভিযানে ১৯ হাজার বিয়াল্লিশ পিস ইয়াবা সহ আটক এক বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার সদর ইউনিয়নের আশারতলীর জামছড়ি এলাকায় বিজিবি এর অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করে।বিজিবি সূত্রে জানা যায় ৪ এপ্রিল আনুমানিক রাত ২টা ২০ মিনিটের সময় বিজিবি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলীর জামছড়ি এলাকায় সম্ভাব্য চোরাচালানী আগমন পথে ফাঁদ পেতে থাকে।গোপন সংবাদে ভিত্তিতে এক মাদক ব্যবসায়ী মায়ানমার ইয়াবা ব্যবসায়ীর নিকট হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বাংলাদেশে নিয়ে আসার সময় বিজিবি টহল দলের নিকটবর্তী স্থানে পৌঁছালে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পলায়নরত অবস্থায় টহল দল আসামীকে আটক করে।জিজ্ঞসাবাদে আটককৃত ব্যক্তি তার পরিচয় আঃ শুকুর (৩০),পিতা-সৈয়দ হোসেন,গ্রাম-জামছড়ি,পোষ্ট-চাকঢালা,থানা-নাইক্ষ্যংছড়ি,জেলা-বান্দরবান বলে জানায়।উক্ত সময়ে উপস্থিত জনতার সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা সাদা শপিং ব্যাগ তল্লাশী করা হলে সর্বমোট ১৯,০৪২ (উনিশ হাজার বিয়াল্লিশ) পিস ইয়াবা পাওয়া যায়।ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।এদিকে বিজিবির অভিযানে আটক কৃত ইয়াবা সহ আসামি নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে মামলা দায়েরের বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!