ইয়াবা সহ ৩ মাদক ব্যাবসায়ী আটক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২১ ৬:৪৭ : অপরাহ্ণ 344 Views

বান্দরবানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬০০ পিস ইয়াবা সহ ৩ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।১১ ডিসেম্বর (শনিবার) দুপুরে বান্দরবান সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লেমুঝিরি আগাপাড়ায় অবস্থিত এক বৈদ্যর বাড়িতে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা সহ ৩ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরির্দশক মো.আফজাল হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কথিত এক বৈদ্যর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।পরে বাশের তৈরী একটি বাড়ি থেকে ৩ ইয়াবা ব্যাবসায়ীকে আটক করা হয়।আরো জানা যায়, আটকৃতব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের কাছ থেকে ৬ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।আটককৃতরা হলেন ক্যাথে চাকমা (২২),ক্যালায়ে চাকমা (২০),তারা টেকনাফ উপজেলার ২নং ওয়ার্ড আমতলী গ্রামের উমংক্য ও নিয়সাবু চাকমার ছেলে।অপর একজন শান্তিময় তংচঙ্গ্যা (২৮),সে কুহালং ইউনিয়নের বাকিছড়া মুখ গ্রামের জ্যোতিময় তংচঙ্গ্যা ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরির্দশক মো.আফজাল হোসেন জানান,আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরো জানান,পার্বত্য বান্দরবানে মাদকের বিস্তার ও অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!