

বান্দরবানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী শিক্ষাকেন্দ্রের পরিচালক হোসাইন মোহাম্মদ ইউনুছকে অপসারণের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বান্দরবানের সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ এর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক মৌলবি হোসাইন মোহাম্মদ ইউনুছ পরিচালক এর পদ নিয়ে স্বেচ্ছাচারিতা, দূর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাত করে যাচ্ছে আর এই কারণে প্রতিষ্ঠানটি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।এসময় বক্তারা আরো বলেন,পরিচালক হোসাইন মোহাম্মদ ইউনুছ এতটাই প্রতারক ও অর্থলোভী ব্যক্তি যে,তিনি এতিমের নামে সরকারী বরাদ্ধ নিয়ে সেই টাকা আত্মসাৎ করছে। ইসলামী শিক্ষা কেন্দ্রে কোন এতিম ছেলে-মেয়ে নেই, কিন্তু দীর্ঘদিন যাবৎ ৩০ (ত্রিশ) জন এতিমের ভূয়া তালিকা জমা দিয়ে বান্দরবান সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে প্রতি মাসে ৬০ হাজার টাকা অনুদান গ্রহণ করেন এবং সেই টাকা তিনি আত্মসাৎ করছেন।এসময় বক্তারা আরো বলেন,তার বিভিন্ন অনিয়মের কারণে আজ প্রতিষ্ঠানটি ধবংস হয়ে যাচ্ছে।এসময় বক্তারা বর্তমান পরিচালনা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা এবং পরিচালকের পদ থেকে মৌলবি হোসাইন মোহাম্মদ ইউনুছকে অপসারন করে পদাধিকার বলে জেলা প্রশাসককে পরিচালক পদে দায়িত্ব দেয়ার আহবান জানান।সংবাদ সম্মেলনে এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ার্যমান কাজী মজিবুর রহমান,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,,ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান,পৌর আওয়ামীলীগ নেতা হাজী আবুল বশর,কাসেম সওদাগরসহ সচেতন নাগরিক সমাজ এর বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।