ইটভাটা ব্যাবস্থাপক কে অপহরণের অভিযোগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৬ সেপ্টেম্বর, ২০২৩ ২:০৩ : পূর্বাহ্ণ 400 Views

বান্দরবানে মো.ইউসুফ নামে ইটভাটার এক ব্যাবস্থাপক কে অপহরণের অভিযোগ ওঠেছে।মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টায় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউপির ৯ নম্বর ওয়ার্ড ক্যামলং মাহাবুব ব্রাদার্স ব্রিক ফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে।অপহৃত মো.ইউছুফ মাহাবুব ব্রাদার্স নামক ইটভাটা এর ব্যাবস্থাপক হিসেবে কর্মরত।

মাহাবুব ব্রাদার্স ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী মকসুদুল আলম প্রকাশ মকসুদ কোম্পানি বলেন,রাত ৯টায় তার ইটভাটায় একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তার ম্যানেজার মো.ইউছুফকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের কুহালং-বটতলী সড়কের সোনাইছড়ি লেকের দিকে মোটরবাইকে করে নিয়ে যায়।এরপর থেকে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না।

কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মার্মা শ্রমিকদের বরাত দিয়ে বলেন,প্রতিদিনের মতো সন্ধ্যার পর মাহাবুব ব্রাদার্স ব্রিক ফিল্ডের আট শ্রমিক ক্যামলং পাড়া চায়ের দোকানে চা খেতে যান।ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী একে একে সব শ্রমিককে অস্ত্রের মুখে রশি দিয়ে পিছমোড়া করে বেঁধে ফেলে।একপর্যায়ে ম্যানেজার ইউছুফকে মোটরবাইকে করে সোনাইছড়ি লেকের দিকে নিয়ে যায় বলে জানান তিনি।বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান,অপহরণের বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি।তবু বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!