শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে বান্দরবানের আলীকদম উপজেলার,২নং চৈক্ষ্যং ইউনিয়নে অভিযান চালিয়েছে ৮ হাজার ৬০০শত পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন নামে একজনকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী (২৩বীর) আলীকদম জোন।ইয়াবা ব্যবসায়ী ইসমাইল হোসেন ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়াডের,সিরাজ কারবারি পাড়ার শামসুল আলমের ছেলে।স্থানীয়রা জানান-ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত! এর আগেও তিনি ইয়াবা নিয়ে আটক হয়ে জেল খেটে আসেন।আলীকদম সেনা সূত্রে জানা যায়,গোয়েন্দা মাঠকর্মির তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলাম এর নেতৃত্বে চৈক্ষ্যং এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ইসমাইল হোসেনকে আটক করা হয়।আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আলীকদম থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার।