এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার বান্দরবানে ১ পুলিশ সদস্যের আত্মহত্যা চেষ্টা

পাহাড় থেকে পর্বতে দৃষ্টি যার,ক্য ক্য মারমার স্বপ্ন অলম্পিক মাঠ ছোঁয়ার


প্রকাশের সময় :২১ জুন, ২০১৭ ১২:০১ : পূর্বাহ্ণ 1195 Views

উথোয়াই মারমা জয়, বান্দরবান প্রতিনিধিঃ-লামার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে যার সাফল্য আর্ন্তজাতিক পর্যায়ে ছড়িয়ে গেছে, শত প্রতিবন্ধকতা মাঝেও জুমিয়া বাবা উমং মারমা ও গৃহিনী মা উয়ইংছা মারমা বড় ছেলে ক্য ক্য মারমাবিদেশের মাটি থেকে ছিনিয়ে এনেছে ভুটানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্রেন্ডশীপ জুডো প্রতিযোগীতায় প্রথম স্বর্ণ পদক।গত ৮জুন,২০১৭ সালে ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্রেন্ডশীপ জুডো প্রতিযোগিতায় বাংলাদেশের বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চল ত্রিশডেবা পাড়ার মারমা সম্প্রদায়ের ছেলে ভুটান ও নেপালের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন মাধ্যমে শুধু লামার মুখ উজ্জ্বল করেনি,উজ্জ্বল করেছে সমগ্র বাংলার মুখ।লামা উপজেলায় সদর থেকে ৩০কিলোমিটার দূরে যার পাড়া।যেখানে যেতে চাঁদের গাড়ির জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা।তেমন এক প্রত্যন্ত অঞ্চলে ছেলে ক্য ক্য মারমা,যার ঝোঁক ছিলো স্কুল জীবন থেকে খেলাধুলার প্রতি।বর্তমানে সাভারে বিকেএসপিতে একাদশ প্রথম বর্ষে অধ্যয়নরত।ছোট বেলায় নিজ গ্রামে প্রাথমিক বিদ্যালয় না থাকায় বড় হওয়ার স্বপ্নে পাড়িই জমিয়ে ছিলো আলীকদম কেন্দ্রীয় বৌদ্ধবিহারে।যেখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ার পর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সে লামা মহামুনি শিশু সদনে পা রাখে।এখানে ওস্তাদ সিংমং এর অনুপ্রেরণায় তার জুডোর হাতে খড়ি।একদিকে হত দরিদ্র জুমিয়া পরিবার তার লেখাপড়া খরচ চালাতে হিমসিম খাচ্ছিলো,অন্যদিকে তার জুডো স্বপ্ন।এ অবস্থায় তার মামা অংচিং মারমা এর সহায়তায় ২০১৩ সালে সাভারের বিকেএসপিতে জুডো ভর্তি প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশের প্রতিযোগীদের সাথে লড়াই করে বাছাইকৃত দুই জনের মধ্যে ক্য ক্য মারমা একজন হয়ে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়।এখানে স্বপ্নের সিঁড়িতে লেখাপড়া পাশাপাশি তার শিক্ষক (কোচ জুডো) আবু বক্কর ছিদ্দিক ও ফারহানা হালিম নেন্সির অনুপ্রেরণায় সে জুডো সাধনায় আতœমগ্ন হয়ে তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অধম্য সাধনা করে।তার প্রথম সাফল্য আসে ২০১৬ সালে অনুষ্ঠিত বিকেএসপি কাপে দ্বিতীয় হয়ে সিলভার পদক অর্জনের মাধ্যমে।পরবর্তীতে বাংলাদেশ,ভুটান ও নেপাল এ ত্রিদেশীয় আন্তর্জাতিক জুডো অঙ্গনে তার প্রথম পর্দাপণ।এখানে ভুটানের ৩ জন ও নেপালের ১ জন প্রতিযোগীকে হারিয়ে প্রথম স্থান অর্জন করে স্বর্ণ পদক লাভ করে।পাহাড়ি এ তরুণ্যের সাফল্যে মুগ্ধ হয়ে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা ১৮জুন রবিবার নিজ উদ্যোগে তাকে সম্মাননা প্রদান করে আরো অনুপ্রাণিত করেন এবং তার ভবিষ্যৎ আন্তর্জাতিক অঙ্গনে খেলার যাবতীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।তার এই সাফল্যের কথা জানতে চাইলে ক্য ক্য মারমা বলেন,বিকেএসপি’র হয়ে খেলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।এ জয় সমগ্র বাংলাদেশের।আমি পাহাড়ের ছেলে,সাব গেমস পার হয়ে গ্রিক পৌরাণিক দেবতা জিউসের র্তীথ স্থান অলিম্পাস পর্বত ও অলিম্পাস মাঠ ছোঁয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারলে আরো আনন্দিত হবো বলে সে জানায়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!