হোটেলে দুই বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার


প্রকাশের সময় :১১ মে, ২০১৭ ১০:৫৮ : অপরাহ্ণ 712 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-রাজধানীর বনানীর একটি হোটেলে দুই বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও তার সহযোগী আরেক আসামি সাদমান সাকিফকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১ মে) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে দু’জনকে সিলেট মহানগরের পাঠানটুলার রশিদ ভিলা নামে একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযানে যৌথভাবে অংশ নেয় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি),জেলা পুলিশ এবং ঢাকা থেকে আসা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি টিম।দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) মনিরুজ্জামান ও মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার এডিসি জেদান আল মুসা।গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে ওই দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ মে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।বনানী থানায় দায়ের করা এ মামলায় পাঁচজনকে আসামি করা হয়।আসামিরা হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ,তার বন্ধু নাঈম আশরাফ,সাদমান সাকিফ,বিল্লাল হোসেন ও আজাদ।মামলায় অভিযোগ করা হয়,আসামি সাফাত ও নাঈম ওই দুই তরুণীর বন্ধু। জন্মদিনের পার্টিতে দাওয়াত দিয়ে হোটেলে নেওয়ার পর সাফাত ও নাঈম হোটেলের একটি কক্ষে নিয়ে রাতভর দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণ করেন।অপর তিন আসামির বিরুদ্ধে ধর্ষণে সহায়তা ও ভিডিও ধারণের অভিযোগ আনা হয় মামলায়।এ মামলায় বৃহস্পতিবার (১১ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন দুই ছাত্রী।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2023
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!