শিরোনাম: ক্রীড়া উন্নয়ন ফোরামের শুভেচ্ছা উপহার পেলো প্রাথমিক ফুটবলের ক্ষুধে জেলা চ্যাম্পিয়নরা শীতার্থদের মাঝে ত্রিবেণী লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরন প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত বান্দরবানের প্রাচীন বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করলেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান বান্দরবানের ম্যারাথন ভিত্তিক প্রথম কমিউনিটি বান্দরবান হিল রানার্স খেলাধূলার পাশাপাশি পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের মনযোগী হতে হবেঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছেঃ-(ইয়াছমিন পারভীন তিবরীজি)


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২১ ১:২৭ : অপরাহ্ণ 413 Views

অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্য নিয়ে বান্দরবানে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।শনিবার (১১ ডিসেম্বর) সকালে রেইচা থলিপাড়া কেন্দ্রে বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা বিভাগ বাস্তবায়িত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।বান্দরবান জেলার সিভিল সার্জন ও উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত ডা.অংশৈ প্রু মার্মা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য (প্রশাসন) ও টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের পরিচালক ইফতেখার আহমেদ,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃসালাউদ্দিন।

এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন,শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।শিশুর ভবিষ্যৎ জীবন সুস্থ ও সুন্দর এবং নিরাপদ করতে হল প্রতিটি শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর কোনও বিকল্প নাই।সরকারের জাতীয় এই কর্মসূচিটি সফলভাবে শেষ করতে হলে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সব পর্যায়ের মানুষকে স্বাস্থ্যবিভাগের চলমান এই কার্যক্রম কে এগিয়ে নিতে সহায়ক ভুমিকা পালন করতে হবে।শিশুরা ক্যাপসুল গ্রহণের পর ছোটখাটো পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে অনেকে গুজব ছড়ায়-বিভ্রান্তিকর তথ্য ছড়ায়।সরকার শিশুদের জীবন সুরক্ষার পাশাপাশি শিশুদের অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যুহার কমিয়ে আনতে নানা স্তরের মানসম্মত বৈজ্ঞানিক পরীক্ষা নীরিক্ষা করে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করেছে।সুতরাং এই ধরনের গুজবে কান না দেয়ার আহবান জানাই।উল্লেখ্য,১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর বান্দরবানে ৬৬ হাজার ৩শত ১৩জন শিশুকে ভিটামিন “এ” ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে বান্দরবানের স্বাস্থ্য বিভাগ।৬-১১ মাস বয়সী ৮ হাজার ৯শত ২৬ জন শিশুকে ১টি করে নীল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৩শত ৮৭ জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।এদিকে অনুষ্ঠানে আগত সকল নারী ও পুরুষ কে করোনা ভ্যাকসিন গ্রহণের আহবান জানিয়েছেন সিভিল সার্জন ডা.অংশৈ প্রু মার্মা।এসময় যারা ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের তথ্য সংগ্রহ করে ভ্যাকসিনের আওতায় আনতে পাড়াকেন্দ্রের দায়িত্বশীল স্বাস্থ্য কর্মীদের নির্দেশ প্রদান করেন সিভিল সার্জন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!