লামায় প্রবারণা পূর্ণিমার অনুদান পেলো ৭৮ টি ধর্মীয় প্রতিষ্ঠান


লামা থেকে মো.নাজমুল হুদা প্রকাশের সময় :৮ অক্টোবর, ২০২২ ১২:৪৯ : পূর্বাহ্ণ 151 Views

লামায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মালম্বীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল এ অনুদানের অর্থ বিতরণ উদ্বোধন করেন। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, জিনামেজু অনাথ আশ্রমের পরিচালক উঃ নন্দ মালা ভিক্ষু উপস্থিত ছিলেন

শনিবার (৮ অক্টোবর) থেকে পাহাড়ে শুরু হতে যাচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসব। প্রতি বছরের মত এ বছরও উৎসব পালনের জন্য বান্দরবান জেলার লামা উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের বৌদ্ধ ধর্মালম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সহ বড়–য়া সম্প্রদায়ের পাড়ায় পাড়ায় ও বৌদ্ধ বিহারগুলোতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

এ উৎসব আরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়। এ ধারাবাহিকতায় উপজেলার ৭৮টি বৌদ্ধ বিহার ও পাড়া প্রতিনিধিদের দেওয়া হয়েছে অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

error: কি ব্যাপার মামা !!