

বান্দরবান অফিসঃ-প্রেসক্লাব থেকে গ্রেফতার হওয়া তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি জাকির হোসেন মিলন মারা গেছেন।সোমবার সকালে কেরনীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে,রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তাকে মারধর করা হয়েছে।পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।তবে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন,রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর সুস্থ অবস্থায় তাকে আদালতে পাঠানো হয়েছে।তার ওপর কোনো নির্যাতন চালানো হয়নি।ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া বলেন,আমরা এই মৃত্যু স্বাভাবিক বলে মেনে নিতে পারছি না।ছাত্রদলের বুকের ভেতর এই মৃত্যু রক্তক্ষরণ ঘটাচ্ছে।এদিকে,কেন্দ্রীয় ছাত্রদলের এক বিবৃতিতে কারা হেফাজতে মিনহাজের মৃত্যুতে নিন্দা ও শোক জানানো হেয়েছে।গত ৬ মার্চ প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে মিলনকে শাহবাগ থানা পুলিশ গ্রেফতার করে।তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।শনিবার রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।