রাঙামাটি শহরে রাজাকার ত্রিদিব রায়কে ঘিরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


প্রকাশের সময় :২৪ মে, ২০১৭ ১:০১ : পূর্বাহ্ণ 566 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পাহাড়ের স্বঘোষিত চাকমা রাজাকার রাজা ত্রিদিব রায়ের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করাসহ এই রাজাকারের নামে থাকা সড়কের নামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম অবিলম্বে পরিবর্তনের দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নির্যাতিত নীপিড়িত পার্বত্যবাসী নামে একটি সংগঠন।উক্ত সংগঠনের নেতা জাহাঙ্গীর কামাল,কাজী জালোয়া,আবু বক্কর মোল্লার নেতৃত্বে মঙ্গলবার বেলা সাড়ে দশটার সময় শহরের পৌর চত্ত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা বলেন,সারাদেশে যখন মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত যুদ্ধাপরাধী রাজাকার আলবদরদের বিচার দ্রুতগতি এগিয়ে নিচ্ছে বর্তমান সরকার।শহীদ পরিবারগুলোসহ আপামর জনগণ এই বিচার প্রক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ যেমনিভাবে করছে ঠিক তেমনিভাবে রাঙামাটির স্বঘোষিত রাজাকার ত্রিদিব রায়ের মরনোত্তর বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভে ফুসে উঠছে পার্বত্যবাসীসহ আপামর আম জনতা, এমতাবস্থায় মহামান্য হাইকোর্ট কর্তৃপক্ষ নির্যাতিত নীপিড়িত পার্বত্যবাসীর দাবি অনুভব করে বহুল কাঙ্খিত রায় প্রদান করে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে,আগামী ৯০ দিনের মধ্যে উক্ত যুদ্ধাপরাধী রাজাকার প্রয়াত চাকমা রাজা ত্রিদিব রায়ের সকল সম্পত্তি বাজেয়াপ্তকরণসহ উক্ত রাজাকারের নামে থাকা সকল প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে হবে।এই ঐতিহাসিক রায়ের জন্য মহামান্য হাইকোর্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দিয়ে পার্বত্য চট্টগ্রামের রাজকারদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকিও দিয়েছেন নির্যাতিত নীপিড়িত পার্বত্যবাসী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!