

রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে ধর্ষনসহ নানান অভিযোগ এনে রাঙ্গামাটির সেই আলোচিত ও যুব মহিলীগের ‘কর্মী’ দাবি করা মনিকা আক্তার নামে সেই নারীকে গ্রেফতার করেছে কুমিল্লা থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) রাতে তাকে কুমিল্লার দক্ষিন থানা পুলিশ গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন,রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।তিনি জানান, কুমিল্লা থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) আমাদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। তার বিরুদ্ধে পৌর মেয়র আকবর ও তার স্বামীর করা পৃথক দুটি মামলা রয়েছে। এর একটি মানহানির ও অন্যটি হত্যাচেষ্টা।আমরা তাকে পাওয়ার পর আদালতে হাজির করা হবে।উল্লেখ্য,কয়েকদিন আগে রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে বিতর্কিত নানান অভিযোগ আনেন মনিকা আক্তার নামের এই নারী।যিনি নিজেকে যুব মহিলালীগের কর্মী হিসেবে দাবি করছেন।ঢাকার বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে যুবলীগ,যুব মহিলালীগ,পৌর কাউন্সিলররা পৃথক পৃথক বিবৃতি দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানান।একই সাথে মনিকার আক্তারের সাবেক স্বামীও স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে মেয়রের পক্ষেই অবস্থান নেন এবং তাকে প্রতিনিয়ত মৃত্যুর হুমকি দিয়ে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন।এই ঘটনার জেরে রাঙ্গামাটির কোতয়ালি থানায় ওই নারী ও সাবেক এক মেয়র পুত্রের বিরুদ্ধে মামলা করেন মেয়র আকবর। এই মামলায় গত বুধবার রাঙ্গামাটির আদালত থেকে জামিন নেন সাবেক মেয়র হাবিবুর রহমানের পুত্র সাইফুর রহমান।যার বিরুদ্ধে মনিকার প্রকাশিত সংবাদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অভিযোগ করা হয়েছিলো এজাহারে। আর এই মামলাতেই বৃহস্পতিবার রাতে গ্রেফতার হলেন আলোচিত মনিকা আক্তার।যার বিরুদ্ধে তারই স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামীর দায়ের করা আরেকটি মামলা চলমান আছে। যে মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিন্ম আদালতে নির্ধারিত সময়ে হাজির হননি তিনি।