মেট্রোপলিটন সায়েন্স কলেজের ইফতার মাহফিল সম্পন্ন


প্রকাশের সময় :১৬ জুন, ২০১৭ ১:২৯ : পূর্বাহ্ণ 552 Views

মোঃজিহানুর রহমান চৌধুরী,চট্টগ্রামঃ-মেট্রোপলিটন সায়েন্স কলেজ চট্রগ্রামের ইফতার মাহফিল ও অালোচনা সভা অনুষ্টান কলেজের অধ্যক্ষ প্রফেসর মৃদুল কান্তি দাশ’র সভাপতিত্বে ও কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক মুহাম্মদ অানওয়ারুল করিম’র সঞ্চালনায় কলেজ প্রাঙ্গনে অনুষ্টিত হয়।অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্রগ্রাম সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো:অাবুল হাসান।প্রধান অালোচক ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের প্রফেসর মমতাজ উদ্দিন কাদেরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা মুনিরুল মান্নান মাদানী,অধ্যক্ষ মাওলানা সোলাইমান কাসেমী,ব্যাংকার নাজিম উদ্দিন,প্রফেসর মো:অাব্দুল অাজিজ,অধ্যাপক নুর মুহাম্মদ ইমন,অধ্যাপক অাসাদ উল্লাহ অাদিল,অধ্যাপক মনসুর অালী,অধ্যক্ষ অাবু তাহের,সাংবাদিক মহিউদ্দিন ওসমানী,অধ্যক্ষ মুকতাদের অাজাদ খান,ব্যাংকার মিজানুর রহমান,সাংবাদিক মসরুর জোনাইদ,মুহাম্মদ জমির উদ্দিন,নুরুল অানোয়ার মুন্না, ফজলে অানোয়ার,প্রধান শিক্ষক অাব্দুচ সবুর,অধ্যাপক অালমগীর,অধ্যাপক টি,এম ওমর ফারুক রুবেল, মাহমুদুল করিম,অালী শামিম,সাইফুল ইসলাম, সৈয়দ অাহমদ,মো:রাসেল প্রমুখ।প্রধান অতিথির বক্তব্য অধ্যক্ষ বলেন রমজান হলো তাকওয়া অর্জনের মাস।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!