মেঘের রাজ্য নীলাচলে পর্যটক আকর্ষনে যুক্ত হলো রোমাঞ্চকর সুইং এন থ্রিল


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৭ : অপরাহ্ণ 79 Views

মেঘের রাজ্য নীলাচলে পর্যটক আকর্ষনে যুক্ত হলো সুইং এন থ্রিল নামক দোলনা।এই দোলনায় পর্যটকরা পাবে মনমুগ্ধকর ভ্রমন অনুভূতি।এরই অংশ হিসেবে বাংলাদেশের পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে থাকা অন্যতম পর্যটন কেন্দ্র নীলাচলে ‘সুইং এন থ্রিল’ নামে ৪টি দোলনার উদ্বোধন করা হয়েছে।রোববার (১৯ জানুয়ারী) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আনুষ্ঠানিকভাবে এ সুইং এন থ্রিল দোলনার শুভ উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,স্থানীয় সরকার বিভাগের উপপপরিচালক মো.লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.ফজলুর রহমানসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে প্রতিমন্ত্রীসহ পরিবার পরিজন দোলনায় চড়ে আনন্দ উপভোগ করেন।এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সুইং এন থ্রীল এর উদ্যোগটির ভূয়সী প্রশংসা করে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর এমন কার্যক্রমকে প্রশংসায় ভাসিয়েছেন।

বান্দরবানের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ আব্দুল্লাহ আল মামুন জানান,জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সার্বিক দিকনির্দেশনায় নীলাচল পর্যটন কেন্দ্রের পাহাড়ের চুড়ায় পর্যটকদের জন্য স্থাপন করা হয় আকর্ষনীয় এই সুইং এন্ড থ্রীল দোলনা।

নীলাচল ও মেঘলা পর্যটন কেন্দ্রের তদারকি কর্মকর্তা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস জানান, সুইং এন থ্রীল দোলনার ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে নীলাচলে বেড়াতে আসা পর্যটকরা পাহাড়ের চুড়ায় দোলনায় চড়ার আনন্দ উপভোগ করতে পারবেন।জেলা প্রশাসন সর্বদা পর্যটকদের ভ্রমন সুন্দর ও নির্বিঘ্ন রাখতে তৎপর রয়েছে।নীলাচলে পর্যটকদের রোমাঞ্চকর ভ্রমন অনুভুতি সৃষ্টি করতেই জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি এর সার্বিক দিকনির্দেশনা ও তত্বাবধানে সুইং এন থ্রীল নামক এই দোলনা নীলাচল পর্যটন কেন্দ্রে সংযুক্ত হলো।

উল্লেখ্য,জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মেঘলায় ভ্রমনে আসা পর্যটকদের নামাজ আদায়ের জন্য এবাদতখানা,নারী পর্যটকদের জন্য ‘মাতৃছায়া’,ক্যাবল কার এবং বান্দরবানে ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের তৈরিকৃত হস্তশিল্পের প্রদর্শনীর জন্য নীলাচলে ব্র্যান্ডিং বান্দরবান নামে একটি স্টল,স্বপ্ন চত্বর,উন্নতমানের ভিআইপি কটেজসহ নিত্য নতুন বিভিন্ন স্থাপনা সংযোজন করা হচ্ছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2023
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!