এই মাত্র পাওয়া :

শিরোনাম: নানা কর্মসুচীর মধ্য দিয়ে বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত স্কুলছাত্রীকে ধর্ষণঃ পুলিশের জালে ধর্ষক রাসেল বড়ুয়া বান্দরবানে নীরব দুর্ভিক্ষ চলছেঃ কাজী মো.মজিবর রহমান বান্দরবানে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা বান্দরবানে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত শান্তি,সম্প্রীতি সর্বোপরি ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠুক বান্দরবানঃ লে.কর্নেল হুমায়ুন রশীদ,পিএসসি বান্দরবানের কালাঘাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানঃ পাহাড় কাটার দায়ে জরিমানা বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস-২৫ উদযাপিত

মির্জা ফখরুলকে বিতাড়িত করে মিন্টুকে মহাসচিব বানাতে লবিং শুরু!


নিউজ ডেস্ক প্রকাশের সময় :১৫ জানুয়ারি, ২০১৯ ৯:২১ : অপরাহ্ণ 692 Views

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় পরাজয়ে বিএনপির নেতৃত্ব দেখা দিয়েছে হতাশা। দলের ভেতর গুঞ্জন উঠেছে, সঠিক নেতৃত্ব এবং সমন্বয়হীনতার কারণে নির্বাচনে শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে বিএনপিকে। তাই বিএনপিকে আগামীতে রাজনীতির মাঠে ঘুরে দাঁড় করাতে নেতৃত্বে পরিবর্তন আনতে আগ্রহী দলটি। রাজনীতির ইতিহাসে লজ্জার হারে নিমজ্জিত বিএনপি।

বিএনপির বিভিন্ন দায়িত্বশীল সূত্রে জানা যায়, নির্বাচনের পূর্বেই দলের নেতৃত্বে পরিবর্তনের আভাস দিয়েছিলেন খোদ তারেক রহমান। খালেদার নির্দেশে আন্দোলনের অংশ হিসেবে ফুরফুরে মেজাজেই নির্বাচনের মাঠে ছিলো দলটি। কিন্তু নির্বাচনের আগে-পরে বিএনপির কোন গোপনীয় সিদ্ধান্তই আর গোপন থাকেনি।  দলের শীর্ষ নেতাদের জন্য বিএনপির সব সিদ্ধান্তই একের পর এক ফাঁস হয়ে যায়।  এসব তথ্য ফাঁসের ঘটনায় দলটির অন্যতম শীর্ষ নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল সরাসরি জড়িত ছিল বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। এছাড়াও দলের ভেতর ভাঙন সৃষ্টির মাধ্যমে মির্জা ফখরুলের প্রতি তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের ক্ষুব্ধ করার প্রক্রিয়া অব্যাহত রাখার অভিযোগ রয়েছে আবদুল আউয়াল মিন্টুর দিকে। গুঞ্জন রয়েছে আবদুল আউয়াল মিন্টুকে বিএনপির মহাসচিব বানাতে একটি পক্ষ তারেক রহমানের সাথে থেকে জোর লবিং চালাচ্ছে।

এদিকে, ১৩ জানুয়ারি বিএনপির ঢাকা মহানগরীর এক গোপন বৈঠকে আবদুল আউয়াল মিন্টু ও তাবিথ আউয়াল ক্ষমতাসীনদের এজেন্ট হয়ে কাজ করছেন বলে মন্তব্য করেন দলটির একাধিক শীর্ষ নেতা। তাদের মতে, মিন্টু ও তার পুত্র বিএনপিকে ঢেলে সাজানোর নামে বিএনপিকে কৌশলে আন্দোলন বিমুখ দলে পরিণত করে দলটিকে ধীরে ধীরে তৃতীয় সারির দলে উপনীত করবেন বলেও অভিযোগ করেন। তারা আরো অভিযোগ করেন, ব্যবসায়ী নেতাদের বিএনপিতে বিভিন্ন পদ দেয়ায় রাজনীতির চেয়ে অর্থনীতির দিকে বেশি ধাবিত হচ্ছে বিএনপি। যার কারণে রাজনীতির মাঠে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে দলটি।

নেতৃত্ব পরিবর্তন এবং তথ্য পাচার করার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নীতিনির্ধারণী ফোরামের একজন সদস্য বলেন, আবদুল আউয়াল মিন্টুকে নিয়ে অনেক আগ থেকেই বিএনপিতে সন্দেহ ছিল। তিনি যেহেতু ব্যবসায়ী নেতা, তাই রাজনীতিতেও ব্যবসা করার চিন্তা করবেন, এটিই স্বাভাবিক। মিন্টু এবং তার ছেলে তাবিথ-এর কারণে দলের অনেক গোপন সিদ্ধান্ত এবং পরিকল্পনা ওপেন হয়ে গেছে। বিষয়টি এমন “ঘরের শত্রু বিভীষণ”। তবে তারেক রহমানকে অর্থনৈতিকভাবে তুষ্ট করা বারবার জবাবদিহিতার বাহিরে থাকছেন মিন্টু ও তার ছেলে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। শুনেছি, মির্জা ফখরুল সাহেবকে সরিয়ে আবদুল আউয়াল মিন্টুকে বিএনপির মহাসচিব বানাতে একটি পক্ষ লন্ডনে তারেক রহমানের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। মিন্টুর তরফ থেকে নাকি লন্ডনে এরই মধ্যে উপঢৌকনও পাঠানো হয়েছে। যদি মিন্টুর মত দুমুখো মানুষ বিএনপির হাল ধরে তবে আমি নিশ্চিত করে বলতে পারি যে, অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের সংসার থেকে বিএনপির পতাকায় আশ্রয় নিলেও আবদুল আউয়াল মিন্টু স্বার্থবাদী চরিত্রেই আছেন বলে খোদ বিএনপির ভেতর থেকেই অভিযোগ উঠেছে। তারেক রহমানের তোপের মুখে পড়ার শঙ্কায় অনেক কিছু জেনেও সাহস করে কেউ মুখ খুলতে পারছেন না। কারণ মিন্টুর মাধ্যমেই বড় ধরণের অর্থনৈতিক সাপোর্ট পাচ্ছেন তারেক। তাই তারেক রহমানও দলের নেতা আবদুল আউয়াল মিন্টুকে বিএনপির মহাসচিব হিসেবে দেখতে চাইছেন বলেও গুঞ্জন উঠেছে। তবে আমার মনে হয়, মহাসচিব পরিবর্তন করার ক্ষেত্রে তারেক রহমান বিচক্ষণতার পরিচয় দেবেন এবং উপযুক্ত ব্যক্তি বিএনপির দায়িত্ব অর্পণ করবেন।

সূত্র বলছে, তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ছেলে তাবিথ আউয়ালকে স্থায়ী কমিটির সদস্য করার মাধ্যমে নিজের অবস্থানের জানান দিতে চান আবদুল আউয়াল মিন্টু। অপরদিকে লবিংয়ের মাধ্যমে মির্জা ফখরুলকে বিতাড়িত করে বিএনপির মহাসচিব হয়ে নতুন চমক সৃষ্টি করতে এক ধাপ এগিয়ে গেছেন আবদুল আউয়াল মিন্টু।  এমনটাও লন্ডন সূত্র নিশ্চিত করেছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!