এই মাত্র পাওয়া :

মান্নার প্রশ্ন, প্লেনে আসা পেঁয়াজ কোথায়?


সিএইচটি টাইমস রিপোর্ট প্রকাশের সময় :৭ ডিসেম্বর, ২০১৯ ৯:০৩ : পূর্বাহ্ণ 614 Views

যেভাবে পেঁয়াজের মূল্য বেড়েছে, গত ৫০ বছরেও এমন ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই তো বলেছেন পেঁয়াজ নাকি প্লেনে করে আসতেছে! সেই পেঁয়াজ কই? এলে তো মূল্য কমতো।’ শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক নারী ঐক্য আয়োজিত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এই প্রশ্ন তোলেন।

মান্না বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। জোর করে ক্ষমতায় এসেছে। এ জন্য এই সরকার কোনও কাজও ঠিকমতো করতে পারে না। শীতকালীন সব সবজির মূল্যও বেড়েছে। এদিকে, সরকার বিদ্যুতের মূল্য বাড়ানোরও পাঁয়তারা করছে। গণশুনানিতে বিদ্যুতের মূল্য বাড়ানোর পক্ষে কেউ ছিলেন না। এরপরও নাকি তারা মূল্য বাড়াবে।’

মধ্যপ্রাচ্যে নির্যাতনের শিকার হয়ে নারী গৃহকর্মীদের মৃত্যুতে সরকার এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি অভিযোগ করে মান্না বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের মা বোনেরা নির্যাতিত হচ্ছেন। ধর্ষণের শিকার হয়ে শেষ পর্যন্ত তারা মারা যাচ্ছেন। এসব সরকার ও তাদের মন্ত্রীদের নজর কাড়ছে না। তারা এটাকে বড় কোনও ঘটনাই মনে করছেন না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির বিষয়ে মান্না বলেন, ‘আপিল বিভাগ খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন।’ এরপরও তারা রিপোর্ট জমা দিতে ব্যর্থ হলো বলেও তিনি অভিযোগ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!