বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রবন্ধ পাঠ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


প্রকাশের সময় :১৪ মে, ২০১৭ ১১:৩৩ : অপরাহ্ণ

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ- বান্দরবানে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে প্রবন্ধ পাঠ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলার শাখার মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার দত্ত।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.কামরুজ্জামান জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাজমা বিনতে আমীন, নেজারত ডেপুটি কালেক্টর হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি, বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুদ্ধানন্দ বড়–য়া সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন,রবীন্দ্রনাথ যুগে যুগে সকলের কাছে অমর। তিনি সামাজিক ভেদাভেদ,ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ করেছিলেন।কথাসাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি ও রাস্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন।গ্রামীণ উন্নয়ন ও গ্রামীণ জনসমাজে শিক্ষার বিস্তারের মাধ্যমে সার্বিক সমাজকল্যাণের তত্ত্ব প্রচার করতেন তিনি।পাশাপাশি রবীন্দ্রনাথের দর্শনে ঈশ্বর এক গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী।রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কীর্তি তাঁর গান। ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় সংগীত ‘জনগণমন-অধিনায়ক জয় হে’ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ তাঁরই রচনা।এসময় আলোচনা সভায় বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনার্দশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর