

বান্দরবান অফিসঃ- বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, বর্ষাকালে যখন চারদিক পানিতে থৈ থৈ করে তখন ব্যাঙের কোনো যাওয়ার পথ থাকে না।তখন ব্যাঙ ডাকে।বিএনপি বর্ষাকালের ব্যাঙের মতো।তারা এখন খ্যা খ্যা করছে।তাদের কোনো ভরসা নেই।গতকাল শনিবার বিকেলে বান্দরবান রাজার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাছান মাহমুদ বলেন,বেগম খালেদা জিয়ার শাস্তি হতে যাচ্ছে আর বিএনপি নেতারা পালিয়ে বেড়াচ্ছেন।তারা শুধু পার্টি অফিসে সংবাদ সম্মেলন করেন।বিএনপি নেতা রিজভীর বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন,আওয়ামী লীগ খালি কলসি নয়, আওয়ামী লীগ মাঠ ভরা মানুষ আর উন্নয়নের প্রতীক।