বান্দরবান সরকারি কলেজের আয়োজনে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় :৯ জুন, ২০১৭ ১:১৭ : পূর্বাহ্ণ 1549 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্ক:-বান্দরবান সরকারি কলেজের আয়োজনে বিভিন্ন মসজিদের খতিব,রাজনৈতিক ব্যাক্তি,আইনজীবি, ব্যবসায়ী,বিভিন্ন বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ সমাজের সুধিজনদের নিয়ে ইফতার মাহ্ফিল ও রোজার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গতকাল বৃহস্পতিবার (৮ জুন) বিকাল সাড়ে ৫টায় বান্দরবান সরকারি কলেজের উদ্যোগে কলেজের নিজস্ব হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুকুমার দত্ত এর সভাপতিত্বে ইফতার মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন,বান্দরবান জেলা ও দায়রা জজ লা মং,বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী কাজল কান্তি দাশ সহ প্রমুখ।এসময় প্রধান অতিথি বলেন বান্দরবান একটি সম্প্রীতির জেলা,এই জেলায় প্রত্যেক ধর্মের লোকসহ ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস,এখানকার জনগণ শান্তিতে যার যার ধর্ম পালন করে থাকে,কেউ কারো ধর্মকে ছোট করে দেখা বা অসম্মান করার সুযোগ নেই।আমরা সকলে মিলেমিশে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।ইফতার মাহফিলের সভায় বক্তরা বলেন,নামাজের মতোই রমজান মাসে রোজাকে আমাদের উপর ফরজ করা হয়েছে।মহান আল্লাহ বলেন,রোজা একমাত্র আমার জন্য,যে ব্যক্তি যথাযত নিয়মে রমজান মাসের ফরজ রোজা পালন করবে,তাঁর পুরুস্কার আমি নিজ হাতে ঐ বান্দাকে দিবো,রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেস্ক আম্বরের চেয়ে প্রিয়।আর যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা সম্পদের সঠিক হিসাব করে তার উপর যত পরিমাণ যাকাত আসে সেই পরিমাণ যাকাত গরীব-মিসকিনদের দিয়ে দেওয়া ফরজ,কারণ যাকাতের টাকার মালিক গরীব-মিসকিনরা।নামাজ রোযার মত যাকাতও ফরজ।বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ উপস্থিত সকলকে ইফতার মাহফিলে অংশ নেওয়ায় শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।পরিশেষে দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সহ দেশ ও সমগ্র মানব জাতির কল্যানে বিশেষ মুনাজাত করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর