বান্দরবানে ২ জঙ্গীর ৩ দিনের রিমান্ড


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:০৭ : অপরাহ্ণ 30 Views

বান্দরবানে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া নতুন জঙ্গী সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ২ সদস্যকে ৩দিনের রিমান্ড দিয়েছে আদালত।বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার হওয়া নতুন জঙ্গী সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৭ সদস্যকে হাজির করা হয়। এসময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম এমরান আসামীদের মধ্যে জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র অন্যতম সদস্য মাসকুর রহমান ওরফে রনবির (৪৪) এবং মো.আবুল বাসার মৃধা ওরফে আলম (৪৪) কে পুলিশের রিমান্ড চাওয়ায় প্রেক্ষিতে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাদবাকী ৫জনকে কারাগারে প্রেরণের নিদের্শ দেয়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) টানটু সাহা জানায়,গত ২৪ জানুয়ারী ঘুমধুম ইউনিয়ন এর পাহাড়পাড়া সাকিনের ইয়াহিয়া গার্ডেন এলাকা থেকে পরস্পর সহযোগীতার মাধ্যমে বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জনরিাপত্তা,সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আতংক সৃষ্টি করা ও আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ দখলে রাখা এবং নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সদস্য হওয়া, সরকারি সম্পত্তি ক্ষতি সাধনসহ কয়েকটি অপরাধে আসামীদের গ্রেফতার করা হয় এবং পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।

প্রসঙ্গত,নতুন জঙ্গী সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র বেশ কিছু সদস্য বান্দরবানের দুর্গম পাহাড়ে অবস্থান করে পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর আস্তানায় সামরিক প্রশিক্ষণ গ্রহণ করছে এমন সংবাদে সন্ত্রাসীদের ধরতে গত বছরের অক্টোবর মাস থেকে বান্দরবানের দুর্গম পাহাড়ে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে এবং এই পর্যন্ত ৫৫জন জঙ্গী ও ১৭ জন কেএনএফ সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2023
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!