বান্দরবানের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ করেছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি


প্রকাশের সময় :১৬ জুন, ২০১৭ ৩:৫০ : পূর্বাহ্ণ 1303 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) তিনি জেলা শহরের ৮টি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করেন।এসময় তিনি জেলার ৮টি আশ্রয়কেন্দ্রের ৫৩১টি পরিবারের প্রত্যেকটি পরিবার কে ২০ কেজি করে চাল বিতরণ করেন।ত্রাণ বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃইসলাম বেবী,কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইয়াজ আল রিয়াদ,কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য উসিং হাই রবিন বাহাদুর,জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল প্রমুখ।চাল বিতরণকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেছেন,মানুষের কষ্টের দিনে ত্রাণ নিয়ে রাজনীতি করার কারণ নেই।আমরা রাজনীতি করি মানুষের জন্য,দেশের কল্যাণের জন্য।বৃহস্পতিবার সকালে বান্দরবানের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও সাইক্লোন সেন্টারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এ সময় পার্বত্য প্রতিমন্ত্রী আরো বলেন,বিএনপি ঢাকার ওই এসি রুমে বসে বসে গনমাধ্যম গুলো কে বলছে, “সরকার ত্রাণ দেয়ার নামে টাকা আত্মসাত করছে।কিন্তু এখানে এসে মানুষগুলো কেমন আছে,কি করছে সেটার খবর তো তাদের কাউকে এখন পর্যন্ত নিতে দেখলাম না।আমরা বিএনপির এই ধরনের নোংরা অপপ্রচারের নিন্দা জানাই।এর আগে বীর বাহাদুর পাহাড় ধ্বস সর্ম্পকে বলেন,প্রচুর বৃষ্টিপাতের কারণে বন্যা,পাহাড় ধস দেখা দিতে পারে।তাই এসব বিষয়ে আমাদের সবাইকে সর্তক থাকতে হবে।দুযোর্গকালীন সময়ে দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে পাশাপাশি প্রশাসনিক নজরদারি বাড়াতে হবে।তবেই প্রানহাণির ঘটনা কমে আসবে।এদিকে বান্দরবান জেলার বিভিন্ন স্থানে অতিবৃষ্টির কারণে পাহাড় ধ্বসের ঘটনায় আহতদের দেখতে বান্দরবান সদর হাসপাতালে যান স্থানীয় সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।একই দিন সকালে বান্দরবান সদর হাসপাতালে উপস্থিত হয়ে তিনি আহতদের খোঁজ খবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সমীরণ নন্দী আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয়ে প্রতিমন্ত্রীকে অভিহিত করেন।এ সময় প্রতিমন্ত্রীর এক প্রশ্নের জবাবে, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক লেমুঝিড়িতে মাটি চাঁপায় নিহত তিন শিশু সন্তান হারানো স্বপন-সুমি দম্পতিকে নগদ ৭০হাজার টাকা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।জেলা প্রশাসক আরো জানান,নিহত পরিবার প্রতি ৩০ কেজি চাউল ও জনপ্রতি নগদ ২০ হাজার টাকা এবং গুরুতর আহত ৫ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!