প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রপতির ইফতার


প্রকাশের সময় :৯ জুন, ২০১৭ ২:৫৫ : পূর্বাহ্ণ

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বৃহস্পতিবার (৮ জুন) বঙ্গভবনে প্রধানমন্ত্রী,স্পিকার,প্রধান বিচারপতি,মন্ত্রী,সংসদ সদস্য, বিদেশী কূটনৈতিক,বিশিষ্ট নাগরিক এবং উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সম্মানে ইফতারের আয়োজন করেন।বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ যোগ দেন।রাষ্ট্রপতির পতœী রাশিদা খানম এবং পরিবারের অন্যান্য সদস্যরাও ইফতারে অংশ নেন।এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি হামিদ তাঁকে স্বাগত জানান।ইফতারে মন্ত্রিপরিষদের সদস্য,ডেপুটি স্পিকার,প্রধানমন্ত্রীর উপদেষ্টা,বিদেশী কূটনৈতিক,প্রধান নির্বাচন কমিশনার,সুপ্রিম কোর্টের বিচারপতি,মন্ত্রিপরিষদ সচিব,তিন বাহিনীর প্রধান,সংসদ সদস্য,এ্যাটর্নি জেনারেল,সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, আইনজীবী,সম্পাদক ও সিনিয়র সাংবাদিক,বিশিষ্ট নাগরিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা যোগ দেন।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইফতারের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশল সম্পর্কে খোঁজখবর নেন।ইফতারের আগে দেশ ও জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তাঁর পরিবারের সদস্য এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর